হাঙ্গামা দমন করে সমাজে শান্তি ফিরিয়ে আনতে হংকংয়ের বিভিন্ন মহলের আহ্বান
  2019-08-23 18:25:34  cri

অগাস্ট ২৩: হংকং চেম্বার অব কমার্স জয়েন্ট মিটিং, হেনরি ফক গ্রুপ, ও হংকং স্থল পরিবহন শিল্প আজ (শুক্রবার) পত্রিকার মাধ্যমে প্রকাশিত বিবৃতিতে হংকংয়ে অবৈধ সহিংসতার তীব্র নিন্দা এবং সমাজে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানায়।

হংকং চেম্বার অব কমার্স জয়েন্ট মিটিং বিবৃতিতে কঠোরভাবে আইন প্রয়োগে ও সামাজিক শৃঙ্খলা পুনরুদ্ধারে পুলিশের ভূমিকার প্রতি সমর্থন ব্যক্ত করে। বিবৃতিতে বলা হয়, প্রতিবাদকারীরা যুক্তিযুক্তভাবে সরকারের সঙ্গে যোগাযোগ করতে পারে। আর স্থানীয় সরকারের উচিত অর্থনীতি ও জীবিকা উন্নয়নের ব্যবস্থা গ্রহণ করা।

হেনরি ফক গ্রুপের বিবৃতিতে বলা হয়, ক্রমবর্ধমান সহিংসতা হংকংয়ের নিরাপত্তাকে যেমন হুমকির মুখে ঠেলে দিয়েছে, তেমনি আন্তর্জাতিক সমাজে হংকংয়ের ভাবমূর্তিও নষ্ট করছে। বর্তমানে হংকংয়ে দাঙ্গা বন্ধ করা, আইনি প্রশাসন রক্ষা করা, অপরাধীদেরকে শাস্তি দেওয়া, এবং শৃঙ্খলা পুনরুদ্ধার করা দরকার। (শিশির/আলিম/রুবি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040