সিনচিয়াং ইস্যুতে চীনের দৃষ্টিভঙ্গি সমর্থন করলেন শ্রীলংকার প্রেসিডেন্ট
  2019-08-23 15:30:59  cri
অগাস্ট ২৩: শ্রীলংকার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা সম্প্রতি কলম্বোয় চীনা রাষ্ট্রদূত ছেং স্যু ইউয়ানের সঙ্গে সাক্ষাতে সিনচিয়াং ইস্যুতে বেইজিংয়ের দৃষ্টিভঙ্গির প্রতি সমর্থন প্রকাশ করেন। চীন সরকার দেশ থেকে সন্ত্রাসবাদ ও চরমপন্থা দূর করতে যেসব ব্যবস্থা গ্রহণ করেছে, সেসবের প্রতিও তিনি তার সমর্থন ব্যক্ত করেন।

প্রেসিডেন্ট সিরিসেনা শ্রীলংকায় গত ২১ এপ্রিল সন্ত্রাসী হামলার পর চীনের দেওয়া সাহায্যের জন্য ধন্যবাদ জানান।

এ সময় ছেং স্যু ইউয়ান বলেন, চীন ও শ্রীলংকার ঐতিহ্যবাহী মৈত্রী দীর্ঘকালের। সিনচিয়াং ইস্যুতে বেইজিংকে শ্রীলংকার সমর্থন প্রশংসনীয়।

সাক্ষাতে তাঁরা চীন ও শ্রীলংকার উপনিবেশবাদ ও আধিপত্যবাদের শিকার হবার ইতিহাস স্মরণ করেন। তাঁরা একমত হন যে, দু'দেশের উচিত আন্তর্জাতিক মঞ্চে সমন্বয় ও যোগাযোগ আরও জোরদার করা। (রুবি/আলিম/শিশির)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040