কাঠামোগত সমস্যা ভারতের অর্থনীতির উন্নয়নের পথে প্রধান বাধা: বিশ্লেষকদের অভিমত
  2019-08-23 14:52:54  cri

অগাস্ট ২৩: ভারতের কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরোর উপাত্ত অনুসারে, ২০১৮ সাল থেকেই ভারতের অর্থনীতির উন্নয়নের গতি ধীর হতে শুরু করে। যেখানে ২০১৮ সালের দ্বিতীয় প্রান্তিকে দেশটির অর্থনীতিতে ৮ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছিল, সেখানে ২০১৯ সালের প্রথম প্রান্তিকে এসে তা কমে দাঁড়ায় ৫.৮ শতাংশে। এই প্রবৃদ্ধি বিগত ৫ বছরের মধ্যে সর্বনিম্ন। বিশ্লেষকরা বলছেন, বৈশ্বিক অর্থনীতির বর্তমান অবস্থা এর জন্য খানিকটা দায়ী হলেও, অভ্যন্তরীণ কাঠামোগত সমস্যা ভারতীয় অর্থনীতির উন্নয়নের পথে প্রধান বাধা।

ভারতীয় জিডিপিতে কৃষিশিল্পের অবদান ১৭.৩ শতাংশ। গেল বছর থেকে কৃষিপণ্যের দাম টানা কমছে এবং কৃষকদের আয় কমে যাওয়ায় গ্রামাঞ্চলে ভোগ কমেছে, যা সার্বিকভাবে দেশের অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।

সাম্প্রতিক বছরগুলোতে ভারতের নির্মাণশিল্পের উন্নয়নেও ধীরগতি লক্ষ্য করা যায়। এতে একদিকে আন্তর্জাতিক বাজারে ভারতীয় পণ্যের প্রতিদ্বন্দ্বিতা-ক্ষমতা কমেছে এবং অন্যদিকে দেশের কর্মসংস্থান পরিস্থিতি যথেষ্ট উন্নত হতে পারছে না। (শিশির/আলিম/রুবি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040