দ্বাদশ চীন-উত্তরপূর্ব এশিয়া প্রদর্শনীর সাফল্য কামনা করলেন চীনা প্রেসিডেন্ট
  2019-08-23 14:52:09  cri

অগাস্ট ২৩: দ্বাদশ চীন-উত্তরপূর্ব এশিয়া প্রদর্শনী আজ (শুক্রবার) চিলিন প্রদেশের ছাংছুন শহরে শুরু হয়। চীনের প্রেসিডেন্ট সি চিন পিং প্রদর্শনীর সাফল্য কামনা করে একটি বার্তা পাঠিয়েছেন। বার্তায় তিনি বলেন, উত্তর-পূর্ব এশিয়া বিশ্বের সবচেয়ে প্রাণশক্তিসম্পন্ন অঞ্চলগুলোর অন্যতম। 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগ বাস্তবায়নের ক্ষেত্রে এতদঞ্চল নতুন চালিকাশক্তি যুগিয়েছে।

সি চিন পিং আরও বলেন, এবারের প্রদর্শনীর প্রতিপাদ্য হচ্ছে 'পারস্পরিক আস্থা ও সহযোগিতা জোরদার করার মাধ্যমে উত্তর-পূর্ব এশিয়ার সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করা'। আশা করা যায় যে, সংশ্লিষ্ট দেশগুলোর সরকারসমূহ এবং বিভিন্ন সংস্থা ও কোম্পানি এই প্লাটফর্ম কাজে লাগিয়ে পারস্পরিক সহযোগিতা জোরদার করবে এবং উত্তর-পূর্ব এশিয়ার সুন্দর ভবিষ্যৎ নির্মাণে সক্ষম হবে। (শিশির/আলিম/রুবি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040