হংকং পুলিশের স্বাভাবিক আইন প্রয়োগের পদ্ধতি বিকৃত করে ভুল তথ্য প্রচার করা হয়েছে
  2019-08-23 11:23:57  cri
অগাস্ট ২৩: সম্প্রতি চীনের হংকংয়ের হিংসাত্মক তত্পরতার ভিডিও ও ছবি কৃত্রিমভাবে সংশোধিত হয়েছে, এতে স্থানীয় পুলিশের স্বাভাবিক আইন প্রয়োগের পদ্ধতি বিকৃত করে ভুল তথ্য প্রচার করা হয়েছে। হংকং পুলিশ এ ব্যাপারে গণমাধ্যমকে ব্যাখ্যা করেছে।

চীনের হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের পুলিশ স্টেশনের ইন্টারনেট নিরাপত্তা ও বিজ্ঞান প্রযুক্তি অপরাধ তদন্ত বিভাগের কর্মকর্তা মো জুন চিয়ে গতকাল (বৃহস্পতিবার) প্রেস ব্রিফিংয়ে বলেন, ইন্টারনেটে কয়েকটি ভিডিও ও ছবিতে অন্যভাবে ভুল তথ্য প্রচার করা হয়েছে। তিনি উদাহরণ দিয়ে কয়েকটি ভিডিও প্রদর্শন করেন। একজন যুবক অবৈধ বিক্ষোভকালে আকস্মিকভাবে সেতু থেকে লাফ দিতে চায়, তখন অনেক পুলিশ তাকে ধরে রেখে উদ্ধার কাজ করেন। তবে এ ভিডিও ভুলভাবে এডিট করা হয় এবং এতে দেখানো হয় যে, পুলিশ যুবককে ধাক্কা দিয়ে সেতুতে ফেলেছে।

উল্লেখ্য, ২১ অগাস্ট রাতে ইউয়েন লং সাবওয়েই স্টেশনের কাছে চরমপন্থী বিক্ষোভকারীরা রাস্তায় বাধা সৃষ্টি করে।পুলিশ অভিযান চালিয়ে দু'জন সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতার করে। (সুবর্ণা/টুটুল/ওয়াং হাই মান)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040