যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে স্বাক্ষরিত 'আইএনএফ' চুক্তি নিয়ে বেইজিংয়ের অবস্থান ব্যাখ্যা করলেন চীনা প্রতিনিধি
  2019-08-23 10:57:08  cri
অগাস্ট ২৩: গতকাল (বৃহস্পতিবার) জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে স্বাক্ষরিত 'ইন্টারমিডিয়েট-রেঞ্জ নিউক্লিয়ার ফোর্স' (আইএনএফ) চুক্তি নিয়ে প্রকাশ্য সম্মেলনে বেইজিংয়ের অবস্থান ব্যাখ্যা করেন চীনের স্থায়ী প্রতিনিধি চাং জুন।

চাং জুন বলেন, ১৯৮৭ সালে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে স্বাক্ষরিত 'আইএনএফ' চুক্তি হলো অস্ত্রনিয়ন্ত্রণ ও নিরস্ত্রীকরণ ক্ষেত্রের গুরুত্বপূর্ণ চুক্তি। যুক্তরাষ্ট্র একতরফাভাবে চুক্তি ত্যাগ করায় চুক্তিটি ব্যর্থ হলে তা বিশ্বের কৌশলগত ভারসাম্য ও স্থিতিশীলতা, ইউরোপ, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অস্ত্রনিয়ন্ত্রণ ব্যবস্থার ওপর ভীষণ নেতিবাচক প্রভাব ফেলবে। যুক্তরাষ্ট্রের অজুহাত হিসাবে চীনকে ব্যবহার করার তত্পরতা অগ্রহণীয়।

তিনি আরো বলেন, বহুপক্ষবাদ হলো অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলার কার্যকর পদ্ধতি। বিভিন্ন দেশের উচিত আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদ কেন্দ্রিক আন্তর্জাতিক শৃঙ্খলা মেনে চলা, অভিন্ন, বহুমুখী, সহযোগিতা ও টেকসই নতুন নিরাপত্তার ধারণা বজায় রাখা, পুরোপুরি বিভিন্ন দেশের সঠিক, যুক্তিপূর্ণ ও নিরাপত্তার উদ্বেগ দূর করা এবং শান্তি ও স্থিতিশীল আন্তর্জাতিক নিরাপত্তার পরিবেশ ও মানবজাতির অভিন্ন লক্ষ্যের কমিউনিটি গড়ে তোলা। (ছাই/টুটুল/তুহিনা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040