অস্ত্র বিক্রির মাধ্যমে চীনকে চাপে ফেলার চেষ্টা হিতে বিপরীত হবে: সিআরআই সম্পাদকীয়
  2019-08-22 19:40:56  cri
অগাস্ট ২২: গতকাল (বৃহস্পতিবার) মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় তাইওয়ানে ৮০০ কোটি মার্কিন ডলার মূল্যের ৬৬টি এফ-১৬ভি অত্যাধুনিক যুদ্ধবিমান ও সংশ্লিষ্ট সরঞ্জাম বিক্রির ঘোষণা দিয়েছে। যুক্তরাষ্ট্রের এ আচরণ আন্তর্জাতিক আইন ও আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক মূল বিধান লঙ্ঘন এবং চীনের অভ্যন্তরীণ ব্যাপারে বর্বরোচিত হস্তক্ষেপের সামিল। চীন এর দৃঢ় বিরোধিতা করে। চীন নিজের স্বার্থে তাইওয়ানে অস্ত্র-বিক্রেতা মার্কিন কোম্পানির ওপর নিষেধাজ্ঞা জারি করবে বলে জানিয়ে দিয়েছে।

'চীন-যুক্তরাষ্ট্র তিনটি যৌথ ইশতেহার' অনুসারে যুক্তরাষ্ট্র 'এক-চীননীতি মেনে নিয়েছে এবং গণপ্রজাতন্ত্রী চীন সরকারকে দেশটির একমাত্র বৈধ সরকার হিসেবে স্বীকার করে। আর গোটা বিশ্ব জানে যে, তাইওয়ান চীনের একটি অংশ। অথচ এখন যুক্তরাষ্ট্র আবারও তথাকথিত 'তাইওয়ানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক'-এর দোহাই দিয়ে তাইওয়ানে সামরিক পণ্য বিক্রি করতে যাচ্ছে।

যুক্তরাষ্ট্রের বর্তমান সরকার ক্ষমতাসীন হওয়ার পর থেকে বেশ কয়েকবার তাইওয়ানে 'অস্ত্র বিক্রি'র মাধ্যমে চীনকে চাপে ফেলার অপচেষ্টা চালায়। সম্প্রতি দেশটির প্রতিনিধি পরিষদ ও সিনেটে '২০২০ অর্থবছরের প্রতিরক্ষা বিল' গৃহীত হয়। এতে তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রির কথা বলা হয়েছে। যুক্তরাষ্ট্রের এ আচরণ 'হিতে বিপরীত' হবে। (রুবি/আলিম/শিশির)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040