রোহিঙ্গাদের অনাগ্রহে প্রত্যাবাসন শুরু করা যায়নি
  2019-08-22 18:34:59  cri
সব ধরনের প্রস্তুতি থাকলেও রোহিঙ্গাদের অনাগ্রহের কারণে শুরু করা যায়নি বৃহস্পতিবার নির্ধারিত প্রত্যাবাসন কার্যক্রম।

পূর্ব পরিকল্পনা অনুযায়ী প্রত্যাবাসনের অংশ হিসেবে আজ তালিকাভুক্ত ২৯৫ জন রোহিঙ্গাকে বান্দরবানের লাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্ত দিয়ে মিয়ানমারে ফেরত পাঠানোর প্রস্তুতি ছিল। তবে নিরাপত্তা, নাগরিকত্বসহ ৪ দফা দাবিতে কোনো রোহিঙ্গা ফিরে যেতে রাজি হয়নি। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ আবুল কালাম জানিয়েছেন, জোর করে কোনো রোহিঙ্গাকে ফেরত পাঠানো হবে না। এদিকে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, রোহিঙ্গাদের ফিরে যেতে কেউ অনাগ্রহী করে তুললে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040