হংকংয়ে সহিংসতা বন্ধ করে শৃঙ্খলা ফিরিয়ে আনা ১৪০ কোটি চীনা মানুষের অভিন্ন প্রত্যাশা: বেইজিং
  2019-08-22 18:34:52  cri

অগাস্ট ২২: আজ (বৃহস্পতিবার) বেইজিংয়ে অনুষ্ঠিত নিয়মিত সাংবাদিক সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কেং শুয়াং বলেন, হংকংয়ে সহিংসতা বন্ধ করে শৃঙ্খলা ফিরিয়ে আনা হংকংসহ চীনের ১৪০ কোটি মানুষের অভিন্ন প্রত্যাশা।

সম্প্রতি ব্রিটেন ও অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশে প্রবাসী চীনারা মিছিল-সমাবেশ করে হংকং ইস্যুতে চীন সরকারের প্রতি সমর্থন প্রকাশ করে। কোনো কোনো বিদেশি সরকারের অভিযোগ, এসব সমাবেশ চীন সরকারের উদ্যোগে অনুষ্ঠিত হয়। এ প্রসঙ্গে কেং শুয়াং বলেন, দেশের একীকরণ এবং হংকংয়ের সমৃদ্ধি ও স্থিতিশীলতা সমর্থন করা এবং বিচ্ছিন্নতার বিরুদ্ধে মত প্রকাশ করা যুক্তিযুক্ত ও স্বাভাবিক। বিদেশে চীনা নাগরিকদের স্থানীয় আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে অনুরোধ জানায় চীন সরকার। পাশাপাশি চীন আশা করে, বিদেশে চীনা প্রবাসীদের বৈধ তত্পরতাকে সম্মান দেখানো হবে। (শিশির/আলিম/রুবি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040