বাংলাদেশ বিমানে তৃতীয় ড্রিমলাইনার উদ্বোধন প্রধানমন্ত্রী শেখ হাসিনার
  2019-08-22 18:34:30  cri
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহরে যুক্ত হয়েছে সর্বাধুনিক প্রযুক্তির আরো একটি ড্রিমলাইনার- গাংচিল। বৃহস্পতিবার দুপুরে হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, বিমানের সুনাম অক্ষুণ্ন রেখে যাত্রীসেবার মান বাড়াতে ও যথাযথভাবে রক্ষণাবেক্ষণ করতে হবে। ভবিষ্যতে রপ্তানি বাড়াতে আলাদা কার্গো বিমান কেনা হবে বলে জানান প্রধানমন্ত্রী। আর বিদেশ থেকে ঋণ নয়, নিজেদের টাকায় কেনা হবে বিমান।

গাংচিল বাংলাদেশ এয়ারলাইনসের ১৫তম উড়োজাহাজ। এর আগে গত আগস্টে আকাশবীণা ও ডিসেম্বরে হংসবীণা নামে দুটি ড্রিমলাইনার যুক্ত হয় বিমান বহরে। ড্রিমলাইনার রাজহংস আগামী সেপ্টেম্বরে আসার কথা। সবগুলো বিমানের নাম রেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040