ইইউ রাশিয়ার সঙ্গে গঠনমূলক বিনিময়ে আগ্রহী হবে বলে মস্কো আশা করে: পুতিন
  2019-08-22 15:17:39  cri

অগাস্ট ২২: ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-র নতুন নেতৃবৃন্দ রাশিয়ার সঙ্গে গঠনমূলক বিনিময়ে আগ্রহী হবে বলে আশা করে মস্কো। ফিনল্যান্ডে সফররত রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গতকাল (বুধবার) হেলসিঙ্কিতে এ কথা বলেন।

ফিনল্যান্ডের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকশেষে এক সাংবাদিক সম্মেলনে পুতিন বলেন, সার্বিকভাবে ইইউ'র সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধার করতে চায় রাশিয়া। তিনি জানান, সেন্ট পিটার্সবুর্গ ইউরোপীয় পর্যটকদের বিনামূল্যে ই-ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, যা অক্টোবর থেকে কার্যকর হবে।

এসময় 'নর্ড স্ট্রিম ২' প্রাকৃতিক গ্যাস পাইপলাইন প্রকল্প নির্মাণ প্রক্রিয়ায় ফিনল্যান্ডের বাস্তব মনোভাব এবং ইউরোপীয় ইউনিয়নে রাশিয়ার ভোটাধিকার পুনরুদ্ধারে ফিনল্যান্ডের সহায়তার জন্য ফিনল্যান্ডকে ধন্যবাদ জানান পুতিন। (শিশির/আলিম/রুবি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040