সুরের ধারার---চীনা গায়িকা ওয়াং সিন লিং
  2019-08-22 11:19:58  cri

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে চীনের জনপ্রিয় গায়িকা ওয়াং সি লিংয়ের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেবো। তিনি চীনের জনপ্রিয় গায়িকাদের মধ্যে অন্যতম এবং মিষ্টি কণ্ঠ এবং সুন্দর প্রেমের গানের জন্য সবার কাছে পরিচিত। আজকের অনুষ্ঠান আমরা একসঙ্গে তার কিছু সুন্দর গান শুনবো।

বন্ধুরা, অনুষ্ঠানের শুরুতে ওয়াং সি লিংয়ের জনপ্রিয় একটি প্রেমের গান 'খুবই ভালোবাসা' শুনবো। গানটি ২০০৯ সালে প্রকাশিত হয় এবং সে বছরের সবচেয়ে জনপ্রিয় গানের পুরস্কার পায়। বন্ধুরা, এখন গানটি শুনি। গান ১

ওয়াং সি লিং ১৯৮২ সালে চীনের তাইওয়ানের সি চু জেলায় জন্মগ্রহণ করেন। খুব ছোট বয়সে তার বাবা মা'র বিবাহবিচ্ছেদ হয়, তিনি মা ও ছোট ভাইয়ের সঙ্গে হাইস্কুলের সময় পর্যন্ত অনেক কষ্ট করেন। তখন ওয়াং সি লিং তাইওয়ানের একটি বিখ্যাত আর্ট স্কুলে ভর্তি হন এবং স্কুলের এক পরিচালক তার প্রতিভা আবিষ্কার করেন। এরপর তিনি কিছু টিভি নাটকে অভিনয় করেন এবং মডেল হিসেবে কাজ শুরু করেন।

২০০২ সালে ওয়াং সি লিং জাপানের বিখ্যাত বিনোদন কোম্পানি Avex-এর পরীক্ষায় উত্তীর্ণ হন এবং তাদের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেন। এতে তিনি Avex কোম্পানির স্বাক্ষরিত প্রথম চীনা মানুষ। সেসময় ওয়াং সি লিংও একজন পেশাদার গায়িকা হিসেবে সংগীতজীবন শুরু করেন।

২০০৩ সালে ওয়াং সি লিং তার প্রথম অ্যালবাম 'Cyndi Begin' প্রকাশ করেন। অ্যালবাম প্রকাশের পর চীন ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় তা অনেক জনপ্রিয় হয়। বন্ধুরা, এখন শুনুন অ্যালবামের একটি সুন্দর গান 'সিন্ড্যারেলার অশ্রু'। গান ২

২০০৪ সালে ওয়াং সি লিংয়ের দ্বিতীয় অ্যালবাম 'তোমাকে ভালোবাসি' প্রকাশিত হয়। এই অ্যালবামে প্রেম সম্পর্কিত ১০টি ভিন্ন শৈলীর গান রয়েছে। প্রেমের বিভিন্ন পর্যায়ের ভিন্ন মেজাজ এতে ফুটে উঠেছে। ওয়াং সি লিংয়ের মিষ্টি ও আবেগপূর্ণ কণ্ঠের সঙ্গে এসব প্রেমের গানের অনেক মিল আছে। এই অ্যালবাম দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে এবং ওয়াং সি লিং অনেক খ্যাতি অর্জন করেন। তিনিও এই অ্যালবামের জন্য সে বছরের শ্রেষ্ঠ গায়িকা ও শ্রেষ্ঠ অ্যালবামের পুরস্কার পান। তখন থেকে ওয়াং সি লিং তার সুন্দর প্রেমের গানের জন্য পরিচিত হয়ে ওঠেন। বন্ধুরা, এখন অ্যালবামের জনপ্রিয় একটি গান 'তোমাকে ভালোবাসি' শুনবো। গান ৩

গান গাওয়ার পাশাপাশি ওয়াং সি লিং কিছু টিভি নাটকে চমত্কার পারফরমেন্স করেছেন। ২০০৪ সালে তার অভিনীত টিভি নাটক 'স্বর্গীয় বিবাহের পোশাক' অনেক সফল হয়। আর নাটকে তার গাওয়া গান 'ফুলের বিবাহের পোশাক'ও অনেক জনপ্রিয় হয়। বন্ধুরা, এখন এই সুন্দর গান 'ফুলের বিবাহের পোশাক' শুনবো। গান ৪

২০০৫ সালে ওয়াং সি লিং তার তৃতীয় অ্যালবাম 'Honey' প্রকাশ করেন। অ্যালবামে তিনি তার সুদক্ষ সংগীতশৈলীতে অবিচল থাকেন, তার গানের প্রতি মানুষের পছন্দও বজায় থাকে।

বন্ধুরা, এখন শুনুন অ্যালবামের খুব মিষ্টি একটি প্রেমের গান 'Honey'। আশা করি এই গানে প্রেমের মিষ্টি অনুভূতি আপনি নিশ্চয়ই অনুভব করতে পারবেন। গান ৫

মিষ্টি প্রেমের গানের পাশাপাশি ওয়াং সি লিংয়ের গাওয়া দুঃখের গানগুলোও অনেক সুন্দর। বন্ধুরা, এবার আমরা শুনবো ওয়াং সি লিংয়ের গান 'সে বছরের শান্ত সাগর'। এই গানে দু'জনের প্রেম ভেঙ্গে যাওয়ার পর অতীতের স্মৃতি ছেড়ে নতুন জীবন শুরুর কথা বলা হয়েছে। ন্ধুরা, এখন গানটি শুনুন। গান ৬

চীনের জনপ্রিয় গায়িকা হিসেবে ওয়াং সি লিংয়ের সুন্দর গানের সংখ্যা অনেক। অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা তার একটি উত্সাহিত ও আবেগপূর্ণ গান 'ডানা' শুনবো। আশি করি, তার গানগুলো আপনাদের ভালো লেগেছে। গান ৭

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040