দেশের বাইরে উত্তেজনাময় পরিস্থিতি মোকাবিলায় পদক্ষেপ নেবে মস্কো:রুশ প্রতিরক্ষামন্ত্রী
  2019-08-22 11:06:29  cri
অগাস্ট ২২: দেশের বাইরে উত্তেজনাময় পরিস্থিতি মোকাবিলায় ধারাবাহিক ব্যবস্থা নেবে মস্কো। গতকাল (বুধবার) রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু এ তথ্য জানান।

এদিন এক সম্মেলনে শোইগু বলেন, বর্তমানে পূর্ব ইউরোপে ন্যাটোর সামরিক মোতায়েন জোরদার হয়েছে, পোল্যান্ড ও রোমানিয়ায় ক্ষেপণাস্ত্র প্রতিরোধক ব্যবস্থা মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। এ ছাড়া, ফিনল্যান্ড ও সুইডেনের সাথে সামরিক সহযোগিতাও সম্প্রসারণ করেছে ন্যাটো।

তিনি আরো বলেন, চলমান হুমকি মোকাবিলায় ধারাবাহিক ব্যবস্থা নেবে তাঁর দেশ। এ বছরের শেষ দিকে রুশ পশ্চিমাঞ্চলের সামরিক এলাকায় ১৩০০টি নতুন ধরনের সামরিক সরঞ্জাম মোতায়েন এবং সেনা সংখ্যা বাড়ানো হবে।

রুশ গণমাধ্যম সূত্রে জানা গেছে, ২০ অগাস্ট ওয়াশিংটন সফররত রোমানিয়ার প্রেসিডেন্ট ক্লাউস লোহান্নিস মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠক করেন। রোমানিয়ায় মার্কিন সামরিক মোতায়েন জোরদারে লোহান্নিসের সাথে পরামর্শ করেন ট্রাম্প। (সুবর্ণা/টুটুল/মুক্তা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040