ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর নেপাল সফর
  2019-08-22 11:03:21  cri
অগাস্ট ২২: গতকাল (বুধবার) বিকেলে নেপালের রাজধানী কাঠমান্ডুতে পৌঁছেছেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী সুব্রামানিয়াম জয়শঙ্কর।

নেপাল-ভারত যৌথ কমিটির পঞ্চম অধিবেশনে অংশ নিতে নেপাল সফরে যান তিনি। সফরকালে তিনি দেশটির প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভান্ডারি এবং প্রধানমন্ত্রী কে.পি শর্মা ওলির সাথে সাক্ষাত্ করবেন।

 

উল্লেখ্য, পঞ্চম অধিবেশনে নেপাল ও ভারতের সম্পর্ক উন্নয়ন, দু'দেশের বাণিজ্য, বিনিময়, জ্বালানি সম্পদ, জল সম্পদ, সংস্কৃতি ও শিক্ষাসহ বিভিন্ন খাতের সহযোগিতার দিকে ফিরে তাকানো হবে এবং দ্বিপাক্ষিক সম্পর্কের ভবিষ্যত উন্নয়ন ও সংশ্লিষ্ট প্রকল্প নিয়ে আলোচনা করা হবে।

উল্লেখ্য, ১৯৮৭ সালের জুন মাসে নেপাল-ভারত যৌথ কমিটি প্রতিষ্ঠিত হয়। দু'দেশের মধ্যে পালাক্রমিকভাবে অধিবেশন আয়োজন করা হয়। (সুবর্ণা/টুটুল/মুক্তা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040