টুইটার ও ফেসবুক হংকংয়ের দাঙ্গার সমর্থক: সিআরআই সম্পাদকীয়
  2019-08-21 19:10:28  cri
অগাস্ট ২১: মার্কিন যোগাযোগমাধ্যম টুইটার ও ফেসবুক সম্প্রতি সহস্রাধিক অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে। তাদের অভিযোগ, এই অ্যাকাউন্টগুলো থেকে হংকংয়ের বিক্ষোভ সম্পর্কে 'অসত্য তথ্য' প্রচার করা হচ্ছিল। ফেসবুক ও টুইটার এসব প্রচারণার পিছনে চীনা সরকারের সমর্থন ছিল বলেও অভিযোগ করেছে।

মজার ব্যাপার হচ্ছে, টুইটার ও ফেসবুকের বিবৃতি অনুসারেই, বন্ধ-করে-দেওয়া অ্যাকাউন্টগুলো থেকে দু'ধরনের তথ্য প্রচারিত হচ্ছিল: এক. সহিংস বিক্ষোভকারীদের হংকংয়ের আইন পরিষদভবনে অনুপ্রবেশ, পুলিশের ওপর হামলা, গণপরিবহনে বাধা, এবং সাংবাদিকদের ওপর বিক্ষোভকারীদের হামলাসংক্রান্ত তথ্য; এবং দুই. হংকং পুলিশের যথাযথভাবে আইন প্রয়োগ করতে দেওয়ার পক্ষের মানুষদের অভিমত।

এটা এখন স্পষ্ট যে, টুইটার ও ফেসবুক সাদাকে কালো ও কালোকে সাদা বানিয়ে ফেলেছে। অ্যাকাউন্টগুলো বন্ধ করে দিয়ে তারা মূলত 'মত প্রকাশের স্বাধীনতা'-র অমর্যাদা করেছে। তাদের মুখে এখন আর এমন স্বাধীনতার কথা মানায় না। কার্যত তারা হংকংয়ের দাঙ্গার পেছনের রাজনৈতিক শক্তি হিসেবে কাজ করেছে ও করছে। (রুবি/আলিম/শিশির)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040