ন্যায্য অবস্থান থেকে হংকংয়ের পরিস্থিতি বিবেচনা করা উচিত: ওয়াং ই
  2019-08-21 16:32:27  cri

অগাস্ট ২১: চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, ন্যায্য অবস্থান থেকে হংকংয়ের পরিস্থিতি বিবেচনা করতে হবে। তিনি বেইজিংয়ে নবম চীন-জাপান-দক্ষিণ কোরিয়া পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলনে এ কথা বলেন। এসময় জাপান ও দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রীদ্বয় হংকং পরিস্থিতি সম্পর্কে জানতে চান এবং হংকংয়ে বিদেশি কোম্পানি ও অভিবাসীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

জবাবে ওয়াং ই হংকং পরিস্থিতি এবং সেখানে বিদেশি হস্তক্ষেপের বাস্তব সমস্যা তুলে ধরেন। তিনি বলেন, কিছু চরমপন্থি আইন পরিষদভবনে হামলা চালিয়েছে; পুলিশের ওপর আক্রমণ করেছে। তারা নিরীহ মানুষকে জিম্মি করেছে এবং সাংবাদিক ও পর্যটকদের চলাচলে বাধা দেওয়ার মতো অপরাধ করেছে। জাতীয় পতাকা ও জাতীয় প্রতীককে অসম্মান করে তারা 'এক দেশ, দুই ব্যবস্থা'-কে পর্যন্ত চ্যালেঞ্জ করেছে। কোনো দায়িত্বশীল সরকার ও আইনের দ্বারা পরিচালিত সমাজ এমন আচরণ সহ্য করতে পারে না।

ওয়াং ই জোর দিয়ে বলেন, হংকং চীনের অভ্যন্তরীণ ব্যাপার এবং বাইরের কোনো শক্তির এতে হস্তক্ষেপ করার অধিকার নেই। সহিংসতা চলাকালে বিদেশি কোম্পানি ও অভিবাসীদের নিরাপত্ত নিয়ে সংশ্লিষ্ট দেশগুলোর উদ্বেগ চীন উপলব্ধি করতে পারে। তবে, হংকংয়ের স্থানীয় সরকার আইন অনুসারে তাদের বৈধ অধিকার রক্ষা করতে সক্ষম বলে বিশ্বাস করে বেইজিং।(শিশির/আলিম/রুবি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040