বেইজিংয়ে জাপানি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ওয়াং ই'র বৈঠক
  2019-08-21 16:31:37  cri

অগাস্ট ২১: চীনের রাষ্ট্রীয় কাউন্সিলার ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই গতকাল (মঙ্গলবার) বেইজিংয়ে জাপানের পররাষ্ট্রমন্ত্রী তারো কানোর সঙ্গে এক বৈঠকে মিলিত হন।

বৈঠকে ওয়াং ই বলেন, সম্প্রতি চীন-জাপান সম্পর্ক কিছুটা উন্নত হয়েছে। আশা করা যায়, দু'দেশ 'চারটি রাজনৈতিক দলিলের' ভিত্তিতে ইতিহাসকে সঠিক দৃষ্টিকোণ থেকে বিচার করবে এবং পারস্পরিক রাজনৈতিক ভিত্তিকে আরও দৃঢ় করতে সচেষ্ট হবে। পাশাপাশি, দুপক্ষের উচিৎ ঘনিষ্ঠ যোগাযোগের মাধ্যমে রাজনীতি, অর্থনীতি ও সংস্কৃতিসহ বিভিন্ন ক্ষেত্রের সহযোগিতা বাড়ানো এবং সব ধরনের একতরফাবাদ ও সংরক্ষণবাদের বিরোধিতা করা।

জবাবে তারো কানো বলেন, জি-টোয়েন্টির ওসাকা শীর্ষ সম্মেলন চলাকালে জাপান ও চীনের নেতৃবৃন্দের দ্বিপক্ষীয় বৈঠক সফল হয় এবং দু'দেশের সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে একটি দিক্‌-নির্দেশনা পাওয়া যায়। চীনের সঙ্গে বাস্তব সহযোগিতা গভীরতর করে যুব ও পর্যটনসহ সাংস্কৃতিক বিনিময় বাড়াতে চায় জাপান। পাশাপাশি, বিদ্যমান মতভেদ নিয়ন্ত্রণ করে দু'দেশের মধ্যে রাজনৈতিক বিনিময়েও সাফল্য অর্জন করতে চায় তাঁর দেশ। (শিশির/আলিম/রুবি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040