লিয়াং ইয়ুং ছি(২)
  2019-08-21 15:01:28  cri

২০০৮ সালে লিয়াং ইয়ুং ছি, ১৩ বছর ধরে কাজ করার পর, নিজের কোম্পানীর সঙ্গে চুক্তি শেষ করেন। এরপর তিনি হংকংয়ের মেই আ কোম্পানীর সঙ্গে নতুন চুক্তি স্বাক্ষর করেন।

এখন চীনে সামাজিক যোগাযোগমাধ্যম হিসেবে উইবো খুব জনপ্রিয়। অনেক তারকা উইবোর মাধ্যমে ভক্তদের সঙ্গে যোগাযোগ করেন। ২০১০ সালের শুরুতে লিয়াং ইয়ুং ছি উইবো একাউন্ট খোলেন।

উইবোতে লিয়াং ইয়ুং ছি সমাজের গুরুত্বপূর্ণ ঘটনার ওপর, দেশের গুরুত্বপূর্ণ ব্যাপারে নিজের মতামত রাখেন এবং দাতব্য কাজে সক্রিয়ভাবে অংশ নেন।

উইবোতে লিয়াং ইয়ুং ছি'র লাখ লাখ ভক্ত আছে। এই কারণে তাকে হংকংয়ের 'উইবো রানী' হিসেবে সবাই ডাকে।

এর মধ্যে লিয়াং ইয়ুং ছি নিজের জন্মদিনে উইবোতে সবাইকে দরিদ্র মানুষের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানান। উল্লেখযোগ্য বিষয় হল, এই আয়োজন ২০১০ সালে উইবোর এক নতুন রেডর্ক সৃষ্টি করে।

২০১০ সালের ডিসেম্বর মাসে লিয়াং ইয়ুং ছি বেইজিংয়ে প্রথমবারের মতো "বেইজিং 'জি' রাত" নামের সঙ্গীতানুষ্ঠান আয়োজন করেন।

২০১৫ সালে লিয়াং ইয়ুং ছি হংকংয়ের 'ফিল্মকো বিনোদন কোম্পানীতে' যোগ দেন। একই বছরের অগাস্ট মাসে, লিয়াং ইয়ুং ছি টিভি লাইভ শো 'Masked King'-এ অংশ নেন। অংশগ্রহণকারী কন্ঠশিল্পীরা মাস্ক পরে গান গেয়ে প্রতিযোগিতায় অংশ নেন। লিয়াং ইয়ুং ছি এই অনুষ্ঠানে 'যদি ভালোবাসা' শীর্ষক গানটি পরিবেশন করেন।

২০১৫ সালের সেপ্টেম্বর মাসে লিয়াং ইয়ুং ছি প্রথমবারের মতো চলচ্চিত্রের প্রযোজক হিসেবে তাইওয়ানে এক চলচ্চিত্র তৈরি করেন।

২০১৬ সালের ১৭ জানুয়ারি লিয়াং ইয়ুং ছি তৃতীয় বারের মতো চীনের কেন্দ্রীয় টেলিভিশন সিসিটিভি'র সবচেয়ে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান 'বসন্ত উত্সবের সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চে' ওঠেন।

২০১৬ সালে লিয়াং ইয়ুং ছি চলচ্চিত্র 'Sisterhood'-এর প্রধান চরিত্রে অভিনয় করেন। একই বছরের ১৩ ডিসেম্বর এই চলচ্চিত্র প্রথম ম্যাকাও আন্তর্জাতিক চলচ্চিত্র প্রদর্শনীর দর্শক পুরস্কার লাভ করে।

প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে মূলত আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী লিয়াং ইয়ুং ছি'র সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তার গাওয়া কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে।

(শুয়েই/আলিম/সুবর্ণা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040