ডেঙ্গুতে আরো ১ হাজার ৫৭২ জন আক্রান্ত
  2019-08-20 18:45:46  cri
সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘন্টায় আরো ১ হাজার ৫৭২ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার শরিয়তপুরে ডেঙ্গু আক্রান্ত এ ব্যক্তির মৃত্যু হয়েছে।

এদিকে, ডেঙ্গু প্রতিরোধে চিরুনি অভিযান শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। উত্তর সিটি মেয়র আতিকুল ইসলাম জানান, কারো বাড়িতে এডিসের লার্ভা পাওয়া গেলে প্রথমবার সতর্কতামূলক স্টিকার লাগিয়ে দেয়া হবে। পরে আবার পাওয়া গেলে তাদের জরিমানা করা হবে। কর্মসূচিতে যোগ দিয়ে বিশ্বসাহিত্য কেন্দ্রের সভাপতি অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, ডেঙ্গু মোকাবেলায় আমাদের নিরন্তর পরিচ্ছন্নতা অভিযান চালিয়ে যেতে হবে। এদিকে ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকন আশা করছেন, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ নাগাদ ডেঙ্গু নিয়ন্ত্রণে আসবে।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040