ঢাকায় বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক
  2019-08-20 18:44:33  cri
তিস্তাসহ ৫৪টি অভিন্ন নদীর পানি বন্টন আলোচনা এগিয়ে নিতে সম্মত হয়েছে বাংলাদেশ ও ভারত। মঙ্গলবার ঢাকায় দুদেশের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে এ মতৈক্য হয়।

বৈঠক শেষে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন জানান, আলোচনা ফলপ্রসু হয়েছে। অভিন্ন নদীর পানি বন্টন, বাণিজ্য, সন্ত্রাস-জঙ্গিবাদ ও রোহিঙ্গা ইস্যুসহ দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয় বৈঠকে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানান, তিস্তার পানি বন্টন চুক্তির প্রতিশ্রুতি থেকে সরে আসেনি তার দেশ। বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের দ্রুত ও টেকসই প্রত্যাবাসনে দিল্লির সহযোগিতা থাকবে বলে জানান তিনি। বাংলাদেশ ও ভারত সম্পর্কের সোনালী সময় পার করছে বলে মন্তব্য করেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ ও ভারতের সম্পর্ককে রোলমডেল হিসেবে গণ্য করেন বলেও জানান জয়শঙ্কর।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040