আর্থ-বাণিজ্যিক সমস্যাকে রাজনীতির সঙ্গে যুক্ত করার চেষ্টা ব্যর্থ হবেই: সিআরআই সম্পাদকীয়
  2019-08-20 14:43:54  cri
অগাস্ট ২০: মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স গতকাল (সোমবার) ডেট্রয়েট ইকোনমিক ক্লাবে ভাষণ দেওয়ার সময় বলেন, যুক্তরাষ্ট্র চীনা মানুষকে সম্মান করে এবং চীনের বাজারের কোনো ক্ষতি চায় না। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে আর্থ-বাণিজ্যিক চুক্তি করতে চাইলে, বেইজিংকে বিভিন্ন প্রতিশ্রুতি মেনে চলতে হবে। এর মধ্যে ১৯৮৪ সালে স্বাক্ষরিত 'চীন-ব্রিটেন যৌথ বিবৃতি'র ভিত্তিতে হংকংয়ের ব্যাপারে সিদ্ধান্তগ্রহণও অন্তর্ভুক্ত।

বস্তুত, ভাইস প্রেসিডেন্ট পেন্সের এ বক্তব্য ভিত্তিহীন এবং আর্থ-বাণিজ্যিক সমস্যাকে রাজনীতির স্বার্থে ব্যবহারের উদাহরণ। ভাষণে তিনি খোলাখুলি চীনের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করেছেন এবং চীনের ওপর চাপ প্রয়োগের প্রয়াস পেয়েছেন, যা সম্পূর্ণ অগ্রহণযোগ্য।

চীন-যুক্তরাষ্ট্র আর্থ-বাণিজ্যিক সংলাপের দিকে ফিরে তাকালে দেখা যাবে, যুক্তরাষ্ট্রের একতরফা সিদ্ধান্তের কারণেই সংলাপ বারবার ব্যাহত হয়েছে। যুক্তরাষ্ট্র একদিকে অতিরিক্ত শুল্ক আরোপ করে নিজের পাশাপাশি অন্যের ক্ষতি করছে, অন্যদিকে চীনা মানুষকে সম্মান করার কথা বলছে। পেন্সসহ দেশটির একশ্রেণির রাজনীতিবিদের কথা ও কাজের মধ্যে কোনো মিল নেই।

ভাইস প্রেসিডেন্ট পেন্সের উচিত ইতিহাস সম্পর্কে আরও ভালোভাবে জানা। 'চীন-ব্রিটেন যৌথ বিবৃতি' ছিল ১৯৮৪ সালে হংকংয়ের চীনের অধীনে ফিরে আসার আগের অন্তর্বর্তীকালীন রাজনৈতিক দলিল। ১৯৯৭ সালের পয়লা জুলাই হংকং চীনের অধীনে ফিরে আসার পর সে-দলিল অকার্যকর হয়ে যায়। মার্কিন ভাইস প্রেসিডেন্ট সেই সেকেলে ঐতিহাসিক দলিলের ভিত্তিতে চীনের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করতে চান এবং চীনের বিরুদ্ধে অভিযোগ করেন, যা হাস্যকর। (রুবি/আলিম/শিশির)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040