আলোচনার মাধ্যমে আঞ্চলিক উত্তেজনা প্রশমন করতে হবে: ইরাকি প্রেসিডেন্ট
  2019-08-19 16:49:45  cri
অগাস্ট ১৯: ইরাকি প্রেসিডেন্ট আলি আব্দুল্লাহ সালেহ বলেছেন, আলাপ-আলোচনার মাধ্যমে আঞ্চলিক উত্তেজনা প্রশমন করতে হবে। তিনি গতকাল (রোববার) বাগদাদে যুক্তরাষ্ট্র ও ইরানের দুই রাষ্ট্রদূতের সঙ্গে আলাদা সাক্ষাতে এ কথা বলেন।

প্রেসিডেন্টভবন থেকে প্রকাশিত বিবৃতি অনুসারে, আলি আব্দুল্লাহ সালেহ মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। তাঁরা দু'দেশের মধ্যে নিরাপত্তা-সহযোগিতা জোরদারে একমত হন।

প্রেসিডেন্ট সালেহ আলাদা এক সাক্ষাতে ইরানি রাষ্ট্রদূতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক ও বিভিন্ন ক্ষেত্রে দু'দেশের সহযোগিতার পদ্ধতি নিয়ে আলোচনা করেন। (রুবি/আলিম/শিশির)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040