তিন ভাগের দু'ভাগ মার্কিনি অবাধ বাণিজ্যকে সমর্থন করে: জরিপের ফল
  2019-08-19 16:05:50  cri

অগাস্ট ১৯: গতকাল (রোববার) প্রকাশিত মার্কিন জাতীয় সম্প্রচার কোম্পানি (এনপিসি) ও ওয়াল স্ট্রিট জার্নালের সর্বশেষ জনমত জরিপের ফল অনুসারে, তিন ভাগের দু'ভাগ মার্কিনি অন্যান্য দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের অবাধ বাণিজ্যের সমর্থক।

জরিপে অংশগ্রহণকারী ৬৪ শতাংশ উত্তরদাতারা মনে করেন, অবাধ বাণিজ্য নতুন বাজারের দরজা খুলে দিতে পারে, যা যুক্তরাষ্ট্রের জন্য অনুকূল। তাদের মতে, অর্থনীতির বিশ্বায়ন অনিবার্য একটি প্রবণতা।

এবার অবাধ বাণিজ্যকে সমর্থনকারীর সংখ্যা ২০১৭ ও ২০১৫ সালের জরিপের তুলনায় যথাক্রমে ৭ শতাংশ ও ১২ শতাংশ বেশি।

উল্লেখ্য, সর্বশেষ জনমত জরিপটি চালানো হয় ১০ থেকে ১৪ অগাস্ট পর্যন্ত। ১০০০ জন প্রাপ্তবয়স্ক মার্কিনি জরিপের অংশগ্রহণ করেন। (শিশির/আলিম/রুবি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040