প্রসঙ্গ: হংকংয়ে 'সহিংসতার বিরোধিতা করা, হংকংকে উদ্ধার করা' নামে জনসমাবেশ আয়োজিত
  2019-08-19 13:58:26  cri

অগাস্ট ১৯: গত শনিবার বিকালে, হংকং রক্ষাকারী ইউনিয়ন চীনের হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের টামার পার্কে 'সহিংসতার বিরোধিতা করা, হংকংকে উদ্ধার করা' নামে জনসমাবেশ আয়োজন করে। এতে হংকংয়ের বিভিন্ন মহলকে যে কোনো ধরনের সহিংসতার বিরোধিতা করা এবং যত তাড়াতাড়ি সম্ভব সমাজের স্বাভাবিক শৃঙ্খলা পুনরুদ্ধারের আহ্বান জানানো হয়। এদিনের সমাবেশে ৪ লাখ ৭৬ হাজার লোক অংশ নেন।

যদিও এদিন বৃষ্টি ছিল, তবে তা ব্যাপক হংকংবাসীদের থামাতে পারেনি। সমাবেশে অংশগ্রহণকারী হংকংবাসীরা বলেন, আবহাওয়া যত খারাপই হোক না কেন তারা এতে অংশ নেবেন। তাদের মনে কথা: সহিংসতার বিরোধিতা করা, পুলিশকে সমর্থন করা এবং নিজের বাড়িকে রক্ষা করা। হংকংয়ের ট্যাক্সি সমিতির ভাইস চেয়ারম্যান হ্য ই সিন বলেন,

"আমরা কত পরিশ্রম করে সুন্দর হংকং গড়ে তুলেছি, এখন সহিংসতাকারীরা তাকে ধ্বংস করেছে। আমরা কোনোমতেই এমন তত্পরতা আবার ঘটার অনুমোদন দেবো না। আমরা সর্বাত্মক চেষ্টায় আমাদের নিজেদের হংকংকে রক্ষা করবো, আমাদের নিজেদের হংকংকে আরো সুন্দরভাবে নির্মাণ করবো"।

সমাবেশের উপস্থাপকের অন্যতম, হংকং শ্রমিক সংঘের প্রধান উ ছিউ বেই বলেন, বর্তমানে কিছু চরমপন্থী অধিকাংশ লোকজনের শান্তি ও নিরাপদ জীবনকে নষ্ট করতে চায়। তা গ্রহণযোগ্য নয়। সমাবেশে তিনি সাতটি দাবি জানান। তিনি বলেন,

"আমরা গোটা সমাজকে জানাতে চাই: দাঙ্গা অবসান, সহিংসতা বন্ধ, জনগণের জীবনকে নষ্ট না করা, ধ্বংস বন্ধ, আইন মেনে চলা, বিচ্ছিন্নতা বন্ধ এবং সঠিক পথে ফিরে আসা এই সাতটি দাবি জানাতে চাই। এ ছাড়া আমরা অব্যাহতভাবে পুলিশকে সমর্থন করবো"।

এদিনের সমাবেশে হংকংয়ের অনেক বিখ্যাত ব্যক্তিও অংশ নেন। ফার ইস্ট কনসোর্টিয়াম ইন্টারন্যাশনাল লিমিটেডের প্রধান ছিউ দা ছাং জোর দিয়ে বলেন, সহিংস তত্পরতা হংকংকে নষ্ট করছে। প্রথমে সহিংসতা বন্ধ করতে হবে। তিনি বলেন,

"সহিংসতার কারণে হংকংয়ের আন্তর্জাতিক সরবরাহ, পর্যটন শিল্প সবই নষ্ট হচ্ছে। এখন হংকংয়ে অনেক রেস্তরাঁও দেউলিয়া হয়েছে। তাই আশা করি সবাই প্রথমে সহিংসতাকে বন্ধ করবে"।

এদিনের সমাবেশে বিভিন্ন মহলের প্রতিনিধিরাও ভাষণ দেন। ভাষণে সম্প্রতি সংঘটিত সহিংস তত্পরতার হংকংয়ের বিভিন্ন শিল্প এবং জনগণের জীবনযাপনের ওপর ফেলা প্রভাব বর্ণনা করা হয়। সমাবেশে হংকংয়ের একজন পুলিশের স্ত্রীর নিজের শিশুকে লেখা এক চিঠিও পড়ে শোনানো হয়। চিঠিতে দৃঢ়ভাবে শিশুকে জানানো হয়েছে যে, "আমরা ভুল করি নি। এ ছাড়া চিঠিতে শিশুকে ভবিষ্যতে সবসময় ভালোবাসাকে বিশ্বাস করার উত্সাহও দেয়া হয়েছে"।

এদিনের সমাবেশে হংকংয়ে থাকা বিভিন্ন জাতি এবং বিভিন্ন দেশের জনগণও অংশ নেন। তারা জানান, তারা সবসময় হংকংকে ভালোবাসেন, চীনকে ভালোবাসেন, এমন সহিংস তত্পরতাকে সহ্য করতে পারেন না।

হংকংয়ে ৪০ বছর ধরে থাকা পিটার জানান,

"আমি সহিংসতাকারীদের বলতে চাই, লাখ লাখ বিদেশি এবং হংকংবাসী চীনে সুখী জীবন কাটাচ্ছেন। তোমরা কেন ভয় পাও? আমরা হংকংকে ভালোবাসি, চীনকে আরো ভালোবাসি, তোমাদের উচিত অবিলম্বে সহিংসতা বন্ধ করা"।

(শুয়েই/টুটুল/মুক্তা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040