আমার মাতৃভূমি
  2019-08-19 09:44:59  cri


বন্ধুরা, আজকের অনুষ্ঠানের শুরুতে আমি আপনাদেরকে চীনের একজন প্রবীণ নারী কন্ঠশিল্পীর সঙ্গে পরিচয় করিয়ে দেবো। তিনি হলেন বিখ্যাত সোপ্রানো গায়িকা কুও লান ইং। তিনি ১৯২৯ সালের ডিসেম্বরে চীনের শানসি প্রদেশের ফিংইয়াও শহরে জন্মগ্রহণ করেন। তিনি একজন কন্ঠশিল্পী, চিন অপেরা কন্ঠশিল্পী, অপেরা অভিনয়শিল্পী ও লোকসংগীত শিক্ষক। তিনি হলেন চীনা শিল্প ফেডারেশনের চতুর্থ জাতীয় কমিশনের সদস্য, চীনা দ্বিতীয় ও তৃতীয় সুরকারদের সমিতির সদস্য এবং দশম চীনা সংস্কৃতি ও শিল্প মহল ফেডারেশনের অনারারি সদস্য। ১৯৮৯ সালে তিনি চীনের প্রথম 'গোল্ডন ডিস্ক পুরস্কার' লাভ করেন। ২০০৫ সালে তিনি চীনের প্রথম চীনা চলচ্চিত্র সংগীত বিশেষ অবদান পুরষ্কার লাভ করেন। আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে তাঁর কন্ঠে 'আমার মাতৃভূমি' শীর্ষক গান শোনাবো। গানটি ১৯৫৬ সালে রিলিজ হয়। গানটি সম্ভবত চীনের সবচেয়ে জনপ্রিয় দেশাত্ববোধক গান। চলুন, আমরা একসঙ্গে গানটি শুনবো।

বন্ধুরা, শুনছিলেন নারী কন্ঠশিল্পী কুও লান ইংয়ের কন্ঠে 'আমার মাতৃভূমি' শীর্ষক গান। বন্ধুরা, এখন আমি আপনাদেরকে নারী কন্ঠশিল্পী হান স্যুয়ে'র কন্ঠে 'তুষারপাত' শীর্ষক গান শোনাবো। তিনি ১৯৮৩ সালের ১১ জানুয়ারি চিয়াংসু প্রদেশের সুচৌ শহরে জন্মগ্রহণ করেন। তিনি একজন কন্ঠশিল্পী, অভিনেত্রী, চলচ্চিত্র ও টিভি সিরিজের প্রযোজক। তিনি শাংহাই থিয়েটার একাডেমি'র পারফরম্যান্স বিভাগ থেকে স্নাতক ডিগ্রী লাভ করেন। ২০০০ সালে তিনি হংকংয়ের একটি চলচ্চিত্র ও টেলিভিশন কোম্পানিতে যোগ দিয়ে আনুষ্ঠানিকভাবে বিনোদনজগতে প্রবেশ করেন। একই বছর তিনি প্রথম চলচ্চিত্রে অভিনয় করেন। ২০০৪ সালে তিনি প্রথম অ্যালবাম প্রকাশ করেন। 'তুষারপাত' শীর্ষক গান তাঁর প্রথম অ্যালবামে অন্তর্ভুক্ত হয়। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন নারী কন্ঠশিল্পী হান স্যুয়ে'র কন্ঠে 'তুষারপাত' শীর্ষক গান। এখন আমি আপনাদেরকে নারী কন্ঠশিল্পী হুয়া নি'র কন্ঠে 'সাহসী এবং সুন্দর' (The Bold and the Beautiful) শীর্ষক গান শোনাবো। তাঁর একটি অ্যালবাম প্রকাশিত হয়েছে। তাঁর কন্ঠ সুন্দর। 'সাহসী এবং সুন্দর' গানটি প্রথম গেয়েছেন চীনের তাইওয়ানের নারী কন্ঠশিল্পী লি লি চেন। গানটি ১৯৯৪ সালে রিলিজ হয়, একটি টিভি সিরিজের থিম সং। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন নারী কন্ঠশিল্পী হুয়া নি'র কন্ঠে 'সাহসী এবং সুন্দর' শীর্ষক গান। এখন আমি আপনাদেরকে নারী কন্ঠশিল্পী হুয়াং ওয়ান থিংয়ের কন্ঠে একটি গান শোনাবো। তিনি ছোটবেলা থেকে পিয়ানো বাজানো শিখতে শুরু করেন। ১৪ বছর বয়সে তিনি শেনইয়াং সংগীত একাডেমি অনুমোদিত মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি হন। ১৭ বছর বয়সে তিনি সেন্ট্রাল কনসার্ভেটোরি অব মিউজিক'র সুর রচনা বিভাগে ভর্তি হন। তিনি একাডেমির পঞ্চম কন্ঠশিল্পী প্রতিযোগিতায় সেরা গায়কের পুরষ্কার লাভ করেন। আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে তাঁর কন্ঠে 'এমন কোনো গান আছে যা তোমাকে মনে করিয়ে দেবে?' শীর্ষক গান শোনাবো। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন হুয়াং ওয়ান থিংয়ের কন্ঠে 'এমন কোনো গান আছে যা তোমাকে মনে করিয়ে দেবে?' শীর্ষক গান। এখন আমি আপনাদেরকে নারী কন্ঠশিল্পী হুয়াং ই লিংয়ের সঙ্গে পরিচয় করিয়ে দেবো। তিনি ১৯৬৯ সালের ২০ সেপ্টেম্বরে চীনের তাইওয়ানের তাইপেইতে জন্মগ্রহণ করেন। তাঁর আসল নাম হুয়াং মিং চু। তিনি ১৯৮৩ সাল থেকে ক্লাবে গান গাওয়া শুরু করেন। ১৯৮৭ সালে তিনি নিজের প্রথম অ্যালবাম প্রকাশ করেন। ২০০০ সালে তিনি তাইওয়ানের আঞ্চলিক ভাষায় অ্যালবাম প্রকাশ করেন। ২০০৯ সাল পর্যন্ত তিনি নয় বার তাইওয়ানের গোল্ডন মেলডি পুরস্কার লাভ করেন। এ পর্যন্ত তিনি প্রায় ৩০টি অ্যালবাম প্রকাশ করেছেন। আজকের অনুষ্ঠানে আমি তাঁর কন্ঠে তাইওয়ানের লোকসংগীত 'পরিশ্রম করলে বিজয়ী হতে পারবে' শীর্ষক গান শোনাবো। আশা করি, আপনারা তাঁর কন্ঠে গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন হুয়াং ই লিংয়ের কন্ঠে 'পরিশ্রম করলে বিজয়ী হতে পারবে' শীর্ষক গান। এখন আমি আপনাদেরকে 'রেশমপথ' শীর্ষক একটি গান শোনাবো। গানটি গেয়েছেন হুয়াং ইং ইং। তিনি ১৯৫১ সালের ২৯ অগাস্ট চীনের তাইওয়ানে জন্মগ্রহণ করেন। ১৯৭৪ সালে তিনি প্রথম অ্যালবাম প্রকাশ করেন। এরপর তিনি সিঙ্গাপুরে বিয়ে করেন। ১৯৭৬ সালে তিনি পুনরায় অ্যালবাম প্রকাশ করেন। ১৯৭৯ সালে তাঁর 'ফিলিংস' শীর্ষক অ্যালবাম চীনের হংকং ডিস্ক ফেডারেশন (আইএফপিআই)-এর গোল্ডন ডিস্ক পুরস্কার লাভ করে। 'রেশমপথ' গানটি ২০১১ সালে রিলিজ হয়। আশা করি, বন্ধুরা, গানটি পছন্দ করবেন।

প্রিয় শ্রোতা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজ-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারো আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান।(ছাই/আলিম/সুবর্ণা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040