'সাংবাদিকরা লংমার্চের পথে আবার চলে' শীর্ষক কার্যক্রম অর্থবহ: সি চিন পিং
  2019-08-18 18:56:38  cri

অগাস্ট ১৮: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং বলেছেন, সম্প্রতি শেষ হওয়া 'সাংবাদিকরা লংমার্চের পথে আবার চলে' শীর্ষক কার্যক্রম ছিল খুবই অর্থবহ। তিনি বলেন, ঐতিহাসিক লংমার্চের চেতনা তুলে ধরতে সাংবাদিকরা এই কার্যক্রমের আওতায় অসংখ্য প্রবন্ধ লিখেছেন, যা প্রশংসনীয়।

এদিকে, আজ (রোববার) 'সাংবাদিকরা লংমার্চের পথে আবার চলে' শীর্ষক কার্যক্রমের মূল্যায়ন-সম্মেলন কানসু প্রদেশের হুইনিং শহরে অনুষ্ঠিত হয়।

গত ১১ জুন থেকে ১৮ অগাস্ট পর্যন্ত 'সাংবাদিকরা লংমার্চের পথে আবার চলে' শীর্ষক কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ কার্যক্রমের আওতায় ১৩০০ জনের বেশি সাংবাদিক ঐতিহাসিক লংমার্চের রুট অনুসরণ করে ১৬ হাজার কিলোমিটার পথ অতিক্রম করেন এবং ১০ হাজারের বেশি প্রবন্ধ প্রকাশ করেন।(শিশির/আলিম/রুবি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040