সুরের ধারায় ১৬/০৮/১৯
  2019-08-18 15:28:26  cri

 আজ আমরা নজরুল সংগীত শোনাব। আমাদের আজকের শিল্পী মোহাম্মদ রফি।

ব্রিটিশ ভারতের পাঞ্জাব প্রদেশে ১৯২৪ সালের ২৪ ডিসেম্বর জন্মগ্রহণকারী বিখ্যাত ভারতীয় সংগীতশিল্পী তিনি। এক সময় তিনি সমগ্র উপমহাদেশে অত্যন্ত জনপ্রিয় ব্যক্তিত্ব ছিলেন। তিনি সংগীত ভুবনে সুদীর্ঘ চার দশক সময় দিয়েছেন। সংগীতে অসামান্য অবদান রাখায় শ্রেষ্ঠ গায়ক হিসেবে জাতীয় পদক এবং ৬-বার ফিল্মফেয়ার পুরস্কারে ভূষিত হন মোহাম্মদ রফি। এ ছাড়া, ১৯৬৭ সালে ভারত সরকার প্রদত্ত পদ্মশ্রী সম্মানেও অভিষিক্ত হয়েছেন তিনি। প্রায় চল্লিশ বছর সময়ে ধরে সংগীত জগতে তিনি ছাব্বিশ হাজারেরও অধিক চলচ্চিত্রের গানে নেপথ্য গায়ক হিসেবে কণ্ঠ দিয়েছেন। তিনি বহুবিধ গানে অংশ নেয়ার বিশেষ ক্ষমতার অধিকারী ছিলেন। তন্মধ্যে শাস্ত্রীয় সংগীত, দেশাত্মবোধক গান, বিরহ-বিচ্ছেদ, কাওয়ালী, ভজন, গজল অন্যতম। বিশেষ করে হিন্দি এবং উর্দু ভাষায় সমান দক্ষতা থাকায় তার গানগুলোতে বৈচিত্র্য দেখা যায়।

হিন্দিসহ কোনকানি, উর্দু, ভোজপুরী, উড়িয়া, পাঞ্জাবী, বাংলা, মারাঠী, সিন্ধী, কানাড়া, গুজরাতি, তেলেগু, মাঘী, মৈথিলী, অহমীয়া ইত্যাদি ভাষায় তিনি গান গেয়েছেন। এছাড়াও আরও গান গেয়েছেন - ইংরেজী, ফার্সী, স্প্যানিশ এবং ডাচ ভাষায়।

প্রায় চার দশক সংগীত জগতে অসাধারণ অবদানের জন্য মোহাম্মদ রফি সব সময়, সব যুগের ও সব বিষয়ের শিল্পী হিসেবে স্থান করে নিয়েছেন। ১৯৮০ সালের ৩১ জুলাই সবাইকে ছেড়ে পরলোকে পারি জমান মোহাম্মদ রফি।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040