উত্তর কোরিয়া পুনরায় পরীক্ষামূলকভাবে 'অজানা বস্তু' নিক্ষেপ করেছে: দক্ষিণ কোরিয়া
  2019-08-16 20:02:05  cri
অগাস্ট ১৫: দক্ষিণ কোরিয়ার সামরিক পক্ষ আজ (শুক্রবার) জানিয়েছে যে, এদিন ভোরে আবারও পরীক্ষামূলকভাবে দু'টি 'অজানা বস্তু' নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া।

দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যমে বলা হয়, উত্তর কোরিয়ার গ্যাংয়োন-ডু অঞ্চল থেকে কোরীয় উপদ্বীপের পূর্বাঞ্চলীয় সামুদ্রিক অঞ্চলে তা নিক্ষেপ করা হয়। বিশ্লেষকরা মনে করেন, নিক্ষেপের স্থান ও দিক অনুযায়ী, এই বস্তু দু'টি সম্ভবত স্বল্পপাল্লার ব্যালিষ্টিক ক্ষেপণাস্ত্র ।

এদিকে, সংশ্লিষ্ট পরিস্থিতি নিয়ে আলোচনা করতে এদিন সকালে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ভবনে নিরাপত্তা কমিটির জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। (ওয়াং হাইমান/টুটুল/তুহিনা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040