যুক্তরাষ্ট্রের রফতানি নিয়ন্ত্রণ ব্যবস্থার আওতায় চার চীনা প্রতিষ্ঠান: বেইজিংয়ের প্রতিক্রিয়া
  2019-08-16 14:36:43  cri
অগাস্ট ১৬: সম্প্রতি মার্কিন বাণিজ্য অধিদফতর রফতানি নিয়ন্ত্রণ ব্যবস্থার আওতায় চারটি চীনা প্রতিষ্ঠানকে অন্তর্ভুক্ত করে। এ সম্পর্কে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া ছুন ইং গতকাল (বৃহস্পতিবার) বলেন, আশা করি যুক্তরাষ্ট্র পরিস্থিতি উপলব্ধি করবে, ভুল আচরণ করা বন্ধ করবে, ও আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানে অবিচল থাকবে।

মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্রের রফতানি নিয়ন্ত্রণ ব্যবস্থার অপব্যবহার কেবল চীনা প্রতিষ্ঠানগুলোর জন্য ক্ষতিকর নয়, বরং যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর জন্যও ক্ষতিকর। একতরফাবাদ ও বাণিজ্যে সরংক্ষণবাদী নীতির মাধ্যমে চীন ও বিশ্বের স্বার্থের ক্ষতি করছে যুক্তরাষ্ট্র, যা গ্রহণযোগ্য নয়। (জিনিয়া/আলিম/লিলি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040