সিউলে চীন-জাপান-দক্ষিণ কোরিয়া সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা
  2019-08-14 14:57:11  cri
অগাস্ট ১৪: চীন-জাপান-দক্ষিণ কোরিয়া সহযোগিতা সচিবালয় গতকাল (সোমবার) সিউলে ত্রিপক্ষীয় সহযোগিতার সম্ভাবনা নিয়ে একটি আলোচনাসভার আয়োজন করে। চীনের গণকূটনীতি সমিতির সহ-সভাপতি হু চেং ইউয়ে এতে অংশগ্রহণ করেন।

সভায় হু বলেন, চীন-জাপান-দক্ষিণ কোরিয়া সহযোগিতায় অনেক সাফল্য অর্জিত হয়েছে। তিন দেশের উচিত উত্তর-পূর্ব এশিয়ায় শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা, পারস্পরিক সম্পর্ক সুসংহত করা, যৌথভাবে বহুপাক্ষিক বাণিজ্য-ব্যবস্থা রক্ষা করা, ও সহযোগিতার জন্য নতুন ক্ষেত্র সন্ধান করা।

চীন-জাপান-দক্ষিণ কোরিয়া সহযোগিতা সচিবালয়ের মহাসচিব লি জং-হিয়ন সভায় বলেন, বিগত ২০ বছরে সরকারি পর্যায়ে চীন-জাপান-দক্ষিণ কোরিয়া সহযোগিতা এবং বেসরকারি পর্যায়ে আদান-প্রদানের ক্ষেত্রে অগ্রগতি অর্জিত হয়েছে। তবে তিন দেশের মধ্যে সম্পর্ক প্রায়শই চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। ত্রিপক্ষীয় সহযোগিতা গভীরতর করতে এখনও দীর্ঘ পথ অতিক্রম করতে হবে। (জিনিয়া/আলিম/লিলি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040