চীনকে 'বিনিময়-হার নিয়ন্ত্রক' হিসেবে চিহ্নিত করা অবাস্তব বলে প্রমাণ করেছে আইএমএফ'র প্রতিবেদন:সিআরআই সম্পাদকীয়
  2019-08-11 13:30:45  cri

অগাস্ট ১১: আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) গত ৯ অগাস্ট এক প্রতিবেদনে বলেছে, চীনা মুদ্রা রেনমিনপি'র বিনিময়-হার দেশটির অর্থনীতির ভিত্তির সঙ্গে সঙ্গতিপূর্ণ। চীনে আর্থিক খাতে চলমান সংস্কার-প্রক্রিয়ায় অর্জিত অগ্রগতিরও প্রশংসা করে সংস্থাটি। যুক্তরাষ্ট্র যে চীনকে বিনিময়-হার নিয়ন্ত্রক হিসেবে চিহ্নিত করেছে তা অবাস্তব ও ভিত্তিহীন বলে প্রমাণিত হয় আইএমএফ'র এ প্রতিবেদনে।

চীন আন্তর্জাতিক বেতারের গতকাল (শনিবার) প্রকাশিত এক সম্পাদকীয়তে এ মন্তব্য করা হয়।

 সম্পাদকীয়তে বলা হয়, আন্তর্জাতিক মুদ্রা ব্যবস্থার স্থিতিশীলতা রক্ষাকারী সংস্থা হিসেবে আইএমএফ প্রতি বছর সদস্য দেশে অর্থনীতিবিষয়ক জরিপ করতে কর্মদল পাঠায়। গত ২০১৫ সালের মে মাস থেকেই আইএমএফ রেনমিনপি'র মূল্য সঠিক পর্যায়ে রাখা হয়েছে বলে মন্তব্য করে। সদ্যসমাপ্ত জরিপ অনুযায়ী ২০১৮ সালে রেনমিনপি'র বিনিময়-হার অর্থনৈতিক ভিত্তির সঙ্গে সঙ্গতিপূর্ণ ছিল। তাই, চীনা মুদ্রার মূল্যমানে বড় ধরনের কোনো ওঠা-নামা দেখা যায়নি বলে ঘোষণা করেছে আইএমএফ।

সম্পাদকীয়তে আরও বলা হয়েছে, এ দিন আইএমএফ'র সংশ্লিষ্ট কর্মকর্তা সাংবাদিকদের বলেন, বিনিময় হারের প্রাণচাঞ্চল্যতা বাড়ানোর ক্ষেত্রে চীন ব্যাপক অগ্রগতি অর্জন করেছে। বিনিময় হারের নমনীয়তা বাড়াতে চীনকে সমর্থন করেন তিনি। তার এ মন্তব্যে চীনের বহু বছরের বিনিময় হার বাজারবিষয়ক সংস্কারের সাফল্যের স্বীকৃতি পাওয়া গেছে। (রুবি/টুটুল/তুহিনা)।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040