অগাস্ট ৮: ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক কমানো ও দ্বিপক্ষীয় বাণিজ্য বন্ধ করার ঘোষণা দিয়েছে পাকিস্তান। গতকাল (বুধবার) পাক প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, এদিন রাজধানী ইসলামাবাদে প্রধানমন্ত্রী ইমরান খানের সভাপতিত্বে জাতীয় নিরাপত্তা কমিটি (এনএসসি)-র বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ভারতের একতরফা সিদ্ধান্ত ও অবৈধ পদক্ষেপ এবং ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের পরিস্থিতি ও দু'দেশের আসল নিয়ন্ত্রণ রেখার পরিস্থিতিসহ অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করা হয়।
এদিকে পাক পররাষ্ট্র মন্ত্রণালয়ের এদিন প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, জাতীয় নিরাপত্তা কমিটির নিয়ম অনুযায়ী, ইসলামাবাদে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূতকে বহিষ্কার করে পাকিস্তান। পাশাপাশি ভারতে নিযুক্ত পাক রাষ্ট্রদূতকে দেশে ডেকে পাঠানো হয়। (শিশির/টুটুল/মুক্তা)