যুক্তরাষ্ট্র চীনকে 'কারেন্সি মেনিপুলেটর' হিসেবে অন্তর্ভুক্ত করার বিষয়ে চীনা মুখপাত্রের মন্তব্য
  2019-08-07 10:13:35  cri
অগাস্ট ৭: গতকাল (মঙ্গলবার) বেইজিংয়ে অনুষ্ঠিত নিয়মিত এক সাংবাদিক সম্মেলনে সাংবাদিক প্রশ্ন করেন, ১৯৯৪ সালের পর মার্কিন অর্থমন্ত্রণালয় আবার চীনকে 'কারেন্সি মেনিপুলেটর' হিসেবে অন্তর্ভুক্ত করে। এ প্রসঙ্গে বেইজিংয়ের প্রতিক্রিয়া কী? কোনো পাল্টা ব্যবস্থা নেওয়া হবে কীনা?
জবাবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া ছুন ইং বলেন, চীনের গণব্যাংক এ প্রসঙ্গে এক বিবৃতি প্রকাশ করেছে। যুক্তরাষ্ট্র সত্যকে অবহেলা করে নিজের মানদণ্ড অনুযায়ী চীনকে 'কারেন্সি মেনিপুলেটর'
হিসেবে চিহ্নিত করে। যা পয়লা অগাস্ট চীনের ৩০ হাজার কোটি ডলার মূল্যের পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের ঘোষণার পর যুক্তরাষ্ট্রের আরেকটি বাণিজ্যিক সংঘর্ষ আপগ্রেড করার খারাপ আচরণ।
যুক্তরাষ্ট্রের একতরফাবাদ ও সংরক্ষণবাদ আচরণ আন্তর্জাতিক নিয়ম এবং বিনিময়-হার সম্পর্কিত বিশ্বব্যাপী মতৈক্যকে লঙ্ঘন করে। তা কোনোভাবেই চীন-যুক্তরাষ্ট্র আর্থ-বাণিজ্য সমস্যা সমাধানের জন্য উপযুক্ত নয়।
এই আচরণ আন্তর্জাতিক আর্থিক শৃঙ্খলাকে নষ্ট করবে, আন্তর্জাতিক বাণিজ্য ও অর্থনীতি পুনরুদ্ধারে বাধা প্রদান করবে। চীন এর তীব্র বিরোধিতা করে বলে জানান মুখপাত্র। (শিশির/টুটুল/মুক্তা)
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040