মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদ জানালো চীন
  2019-08-06 15:03:38  cri
অগাস্ট ৬: চীনের বিরুদ্ধে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপারের সাম্প্রতিক ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদ জানিয়েছে বেইজিং। মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর অভিযোগ, চীন ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের স্থিতিশীলতা নষ্ট করছে।

অভিযোগকে ভিত্তিহীন আখ্যায়িত করে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া ছুন ইং গতকাল (সোমবার) বেইজিংয়ে বলেন, যুক্তরাষ্ট্র নানান অজুহাতে তথাকথিত 'ভারত ও প্রশান্ত মহাসাগর' ধারণা প্রচার করছে এবং এতদঞ্চলের দেশগুলোর অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করে যাচ্ছে। কে এ অঞ্চলের স্থিতিশীলতা নষ্ট করছে—তা সবাই জানে।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপারের আরও বলেছিলেন, আগামী কয়েক মাসের মধ্যে এশিয়ায় মধ্যম-পাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করবে যুক্তরাষ্ট্র। চীন এর বিরোধিতা করছে। অথচ, এশিয়ায় চীনের এমন মধ্যম-পাল্লার ক্ষেপণাস্ত্র আছে, যার আওতায় জাপান পড়ে। এ প্রসঙ্গে হুয়া ছুন ইং বলেন, দীর্ঘকাল ধরেই যুক্তরাষ্ট্র এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর ওপর হস্তক্ষেপ করে আসছে। এ অঞ্চলে সামরিক মিত্র গড়ে তুলতে চেষ্টা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি, যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক সমাজের দৃঢ় বিরোধিতা উপেক্ষা করে একতরফাভাবে রাশিয়ার সঙ্গে কৃত 'মধ্যম-পাল্লার ক্ষেপণাস্ত্র চুক্তি' থেকে সরে এসেছে এবং এর পরপরই এশিয়ায় মধ্যম-পাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েনের ইচ্ছা প্রকাশ করেছে। এতে বোঝা যায়, যুক্তরাষ্ট্র কেন চুক্তি থেকে সরে দাঁড়িয়েছে।

হুয়া ছুন ইং আরও বলেন, চীন একটি বিশাল সংখ্যাগোষ্ঠীর দেশ। দেশটির সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনীয় প্রতিরক্ষা-ব্যবস্থা থাকা প্রয়োজন। চীনের সব মধ্যম-পাল্লার ক্ষেপণাস্ত্র নিজের ভূখণ্ডেই মোতায়েন আছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্র এশিয়া-প্রশাস্ত মহাসাগরীয় অঞ্চল, বিশেষ করে চীনের পার্শ্ববর্তী অঞ্চলে মধ্যম-পাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করতে চায়, যা আক্রমণাত্মক। (রুবি/আলিম/আকাশ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040