অমূল্য সাংস্কৃতিক পুরাকীর্তি সংরক্ষণ এবং বিভিন্ন সাংস্কৃতিক পুরাকীর্তির জন্য আর্কাইভ প্রতিষ্ঠা করা সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষা খাতের একটি গুরুত্বপূর্ণ কাজ। সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষার প্রেক্ষাপটে, সার্বিক ও নিখুঁত সাংস্কৃতিক পুরাকীর্তি পরীক্ষা ও ছবি আঁকা হলো হেরিটেজ রেকর্ডের প্রযুক্তিগত সমস্যাগুলির মধ্যে একটি। ইতালির ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউ টেকনোলজি, এনার্জি অ্যান্ড টেকসই ইকোনমিক ডেভেলপমেন্ট ব্যুরোর ৩ডি লেজার স্ক্যানিং প্রযুক্তি খুব উচ্চ মানের। সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষা ব্যবস্থা ডিজিটাইজেশনের নতুন পদ্ধতি এটি। গবেষক মাসিমো ফ্রাঙ্কুচি বলেন,
"এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে এই প্রযুক্তিটি আবেগে প্রভাবিত হয় না। এটা দিনে বা রাতে স্বাভাবিক কাজ করতে পারে। কারণ, ফটোগ্রাফির ক্ষেত্রে স্ক্যান করা ছবির রঙ পরিবর্তন হয় না। এই ব্যবস্থায় আলো ব্যবহারের প্রয়োজন হয় না, শুধুমাত্র লেজার স্ক্যানিংয়ের মাধ্যমে সংকেত গ্রহণ ও সক্রিয়ভাবে তথ্য প্রাপ্তির একটি প্রযুক্তি এটি।"
৩ডি লেজার স্ক্যানিং প্রযুক্তি শুধুমাত্র সাংস্কৃতিক পুরাকীর্তি ম্যাপিংয়ে ব্যবহারের পাশাপাশি সাংস্কৃতিক অবলম্বন সংরক্ষণ ও নিরীক্ষণে ব্যবহার করা যেতে পারে। মাসিমো ফ্রাঙ্কুচি মনে করেন, এই প্রযুক্তি পরীক্ষাধীন থাকলেও এর শক্তিশালী বাস্তব মূল্য আছে। তিনি বলেন,
"স্ক্যানিংয়ে প্রাপ্ত পরিমাপ তথ্য পুরাকীর্তি মেরামতকারীদের জন্য খুবই উপযোগী। কোনো অংশ পরিচালনা করা এবং বিভিন্ন উপাদান ব্যবহারের তথ্য জানা যায়। ৩ডি লেজারের সাথে স্ক্যানিং প্রযুক্তির মাধ্যমে জাদুঘরের প্রদর্শনীতে শিল্প ডিজিটাইজেশনের দারুণ পদ্ধতি এটি।"
কয়েক মাস আগে প্যারিসের নটোড্রামে আগুন লাগে। এরপর সাংস্কৃতিক পুরাকীর্তির নিরাপত্তা নিশ্চিত করার গুরুত্ব মানুষ বুঝতে পারে। আপেনিন উপদ্বীপটি আফ্রিকান প্লেট ও ইউরেশিয়ান প্লেটের জংশনে অবস্থিত এবং ঘন ঘন ক্রাস্টগুলো নড়াচড়া করে। শক্তিশালী ভূমিকম্প বারবার ইতালির সাংস্কৃতিক ঐতিহ্যের অপূরণীয় ক্ষতি করে। ভূমিকম্প দুর্যোগের কারণে বিপুলসংখ্যক সাংস্কৃতিক পুরাকীর্তি হুমকির সম্মুখীন হয়েছে। ইতালিয়ান ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউ টেকনোলজি, এনার্জি অ্যান্ড টেকসই ইকোনমিক ডেভেলপমেন্ট উপকরণ প্রযুক্তি বিভাগের প্রধান গেরারদো দ্য কানিও বলেন,
"এটা স্পষ্ট যে মহাদেশীয় ইউরোপীয় দেশগুলির তুলনায়, তুরস্ক, গ্রিস, ইতালি, স্পেন এবং পর্তুগালের অংশগুলি প্রায়শই ঘন ঘন ভূমিকম্পকবলিত এলাকা, অতএব একটি ভূমিকম্পের পর ইতালির সাংস্কৃতিক পুরাকীর্তি রক্ষার প্রয়োজন দেখা দেয়।"
গেরারদো দ্য কানিও'র গবেষণার কাজে ব্যবহৃত 'সিসমিক প্ল্যাটফর্ম প্রযুক্তি' ভূমিকম্পে ইতালির বহুমূল্য ভাস্কর্য ও অস্থাবর পুরাকীর্তি রক্ষার একটি সেরা প্রযুক্তি। বর্তমানে এই প্রযুক্তি ব্যবহার করে সিসমিক প্ল্যাটফর্ম ইতালিতে অনেক গুরুত্বপূর্ণ পুরাকীর্তি পুনঃস্থাপন করেছে। যেমন- প্রাচীন গ্রিসের রিয়াচে (Riache) ব্রোঞ্জ ওয়ারিয়র মূর্তি।
তিনি বলেন, তারা মাইকেলহেলজোর জন্য ডেভিডের সিসিটিক-সিসমিক ডিভাইসের নকশা সম্পূর্ণ করেছেন। দ্য ক্যানিও বলেন,
"আমি চীন ও ইতালির প্রযুক্তিগত উদ্ভাবন-বিষয়ক সভায় 'সিসমিক প্ল্যাটফর্ম প্রযুক্তি'র দুবার পরিচয় তুলে ধরেছি। আমি চীন এবং অন্যান্য দেশের সঙ্গে এই গবেষণার ফলাফল ভাগ করতে চাই; যাতে 'সিসমিক প্ল্যাটফর্ম প্রযুক্তি' সাংস্কৃতিক পুরার্কীতি সুরক্ষায় বেশি ভূমিকা পালন করতে পারে।"