যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার ২০১৯ সালের দ্বিতীয়ার্ধের যৌথ সামরিক মহড়া শুরু
  2019-08-06 10:57:36  cri
জুলাই ৬: দক্ষিণ কোরিয়া-যুক্তরাষ্ট্র ২০১৯ সালের দ্বিতীয়ার্ধের যৌথ সামরিক মহড়া গতকাল (সোমবার) শুরু হয়েছে ।

দক্ষিণ কোরিয়ার বাহিনীর খবরে বলা হয়, ৫ থেকে ৮ অগাস্ট পর্যন্ত আংশিক "উস্কানি" ও সন্ত্রাসবিরোধী সম্পর্কিত সংকট ব্যবস্থাপনাবিষয়ক কর্মীদের প্রশিক্ষণ দেয়া হবে। ১১ অগাস্ট থেকে কোরীয় উপদ্বীপের যুদ্ধকালীন অবস্থার উপর ভিত্তি করে দুই সপ্তাহের আনুষ্ঠানিক অনুশীলন শুরু হবে।

দক্ষিণ কোরীয় বাহিনী এবারের মহড়ার শিরোনাম, কর্মসূচি ও ব্যাপকতা প্রকাশ করে নি। কিন্তু দেশটির গণমাধ্যমের খবরে বলা হয়, মার্কিন নতুন প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার ৯ অগাস্ট দক্ষিণ কোরিয়া সফর করবেন, তখন দু'দেশের আনুষ্ঠানিক মহড়ার শিরোনাম ও কর্মসূচি প্রকাশ করার সম্ভাবনা রয়েছে। (ছাই/টুটুল/সুবর্ণা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040