মধ্য-প্রাচ্যের পরিস্থিতি নিয়ে ইরাক, মিশর ও জর্দানের পররাষ্ট্রমন্ত্রীর আলোচনা
  2019-08-06 10:53:40  cri
অগাস্ট ৫: ইরাক, মিশর ও জর্দানের পররাষ্ট্রমন্ত্রী গতকাল (রোববার) ইরাকের রাজধানী বাগদাদে এক সম্মেলনে আরব-দেশগুলোর সম্পর্ক ত্বরান্বিত ও মধ্য-প্রাচ্যের উত্তেজনাময় পরিস্থিতি প্রশমনের বিষয় নিয়ে আলোচনা করেন।

এদিন ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ইরানের পররাষ্ট্রমন্ত্রী মুহাম্মদ আলী আল-হাকিম, মিশরের পররাষ্ট্রমন্ত্রী সামেহ সক্রি ও জর্দানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি এদিন সম্মেলনে আরব-দেশগুলোর সম্পর্ক, সন্ত্রাসবাদ দমন, আর্থ-বাণিজ্যিক সহযোগিতা জোরদার ও ইরানের পুনর্গঠনের বিষয় নিয়ে আলোচনা করেন, যাতে গত মার্চ মাসে কায়রোয় অনুষ্ঠিত ইরাক, মিশর ও জর্দানের শীর্ষসম্মেলনের সাফল্য জোরদার করা যায়।

সম্মেলনের পর এক যৌথ সাংবাদিক সম্মেলনে ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনাময় সম্পর্ক সম্পর্কে হাকিম বলেন, ইরাক শান্তিপূর্ণ পদ্ধতিতে সংঘর্ষ সমাধান করার প্রস্তাব করে।

সক্রি বলেন, তিন দেশ বিভিন্ন পর্যায়ের সম্মেলন-ব্যবস্থা গড়ে তোলায় একমত হয়েছে।

সাফাদি বলেন, তিন দেশ যৌথভাবে মধ্য-প্রাচ্যের সংঘর্ষ সমাধানের চেষ্টা করার সিদ্ধান্ত নিয়েছে। (ছাই/টুটুল/সুবর্ণা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040