চীন-সিঙ্গাপুর 'সহযোগিতা ২০১৯' সামরিক প্রশিক্ষণ সমাপ্ত
  2019-08-06 10:49:10  cri
অগাস্ট ৬: গতকাল (সোমবার) চীন ও সিঙ্গাপুরের স্থলবাহিনীর 'সহযোগিতা ২০১৯' যৌথ সামরিক প্রশিক্ষণ সিঙ্গাপুরে সমাপ্ত হয়েছে।

গত ২৬ জুলাই 'শহরে সন্ত্রাসদমন' প্রতিপাদ্যে এ সামরিক প্রশিক্ষণ শুরু হয়। তাতে সন্ত্রাসদমন সরঞ্জামের ব্যবহার, বহু ধরনের অস্ত্র ও সেনা মহড়াসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

২০০৯ সাল থেকে দু'পক্ষের মধ্যে এ প্রশিক্ষণ আয়োজিত হয়ে আসছে। (সুবর্ণা/টুটুল/মুক্তা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040