'চীন যুক্তরাষ্ট্রের শত্রু নয়' যৌথ চিঠিতে ১৮০ জনেরও বেশি মার্কিনির স্বাক্ষর
  2019-08-05 11:34:12  cri
অগাস্ট ৫: সম্প্রতি মার্কিন বিভিন্ন মহলের ব্যক্তিরা প্রেসিডেন্ট ও কংগ্রেসের কাছে যৌথ চিঠি পাঠিয়েছেন, তাতে চীনের সাথে বিরোধিতা নীতির দৃঢ় প্রতিবাদ জানানো হয়েছে। মার্কিন সাবেক ভাইস প্রেসিডেন্ট ওয়াল্টার এফ মনদালও চিঠিতে স্বাক্ষর করেন, এ পর্যন্ত এতে স্বাক্ষরকারীর সংখ্যা ১৮০ জনেরও বেশি।

'চীন যুক্তরাষ্ট্রের শত্রু নয়' যৌথ চিঠিতে বলা হয়েছে, মার্কিন সরকারের ধারাবাহিক কার্যক্রম মার্কিন-চীন সম্পর্কের দ্রুত অবনতি সৃষ্টি করেছে এবং দ্বিপাক্ষিক উত্তেজনাময় সম্পর্ক যুক্তরাষ্ট্র ও বিশ্বের স্বার্থের সঙ্গে অসঙ্গতিপূর্ণ, যা ব্যাপক উদ্বেগ

সৃষ্টি করেছে। ৩ জুলাই এ চিঠি 'ওয়াশিংটন পোস্ট পত্রিকায়' ছাপানো হয়েছে।

চিঠিতে আরো বলা হয়েছে, চীনকে শত্রু হিসেবে আখ্যায়িত করা এবং চীনের সাথে যোগাযোগ ছেড়ে দেওয়া যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক অবস্থান ও মর্যাদাকে ক্ষতিগ্রস্ত করবে এবং যা বিশ্বের বিভিন্ন দেশের আর্থিক স্বার্থের জন্য ক্ষতিকর। যুক্তরাষ্ট্র এবং তার মিত্র দেশগুলো চীনকে শত্রু হিসেবে দেখলে যুক্তরাষ্ট্রকে খুব সম্ভবত নিঃসঙ্গ অবস্থায় পড়বে।

চিঠিতে জোর দিয়ে বলা হয়েছে, গত কয়েক দশক বছরে আন্তর্জাতিক শৃঙ্খলার কল্যাণকারী চীন। চীনের অংশগ্রহণ আন্তর্জাতিক শৃঙ্খলার উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় অতি প্রয়োজন।

মার্কিন পণ্ডিত, রাজনীতিবিদ, ব্যবসায়ীসহ ১৮০ জনেরও বেশি প্রতিনিধি চিঠিতে স্বাক্ষর করেন। (সুবর্ণা/টুটুল/মুক্তা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040