জিরো-সাম চিন্তা অন্যদের পাশাপাশি নিজেরও ক্ষতি করে: সিআরআই সম্পাদকীয়
  2019-08-04 19:17:56  cri
অগাস্ট ৪: যুক্তরাষ্ট্র সম্প্রতি চীনের ৩০ হাজার কোটি মার্কিন ডলার মূল্যের রপতানি-পণ্যের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছে। এটা স্পষ্টতই প্রেসিডেন্ট সি চিন পিং ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে 'ওসাকা মতৈক্যের' পরিপন্থি। দৃশ্যত, যুক্তরাষ্ট্রের কিছু কিছু লোক এখনও অতীতকালের 'জিরো-সাম' মানসিকতা ধারণ করে আছেন। এ মানসিকতা চীন-যুক্তরাষ্ট্র আর্থ-বাণিজ্যিক সংলাপের পথে গুরুতর বাধার সৃষ্টি করছে এবং দু'দেশের জনগণ, এমনকি বিশ্বের জনগণের ক্ষতি করছে।

জিরো-সাম ধারণার মূল কথা হচ্ছে: এক পক্ষ জয়লাভ করলে, অন্য পক্ষকে হারতে হবে। এ চিন্তা তত্ত্বগতভাবে ভুল এবং এর অনুশীলন সকলের জন্য ক্ষতিকর। তবে যুক্তরাষ্ট্রের কিছু কিছু লোক এ মানসিকতার দ্বারা পরিচালিত হয়ে আন্তর্জাতিক অর্থনৈতিক লেনদেন করতে চেষ্টা করে আসছে। অন্য দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি হলে নিজ দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি হ্রাস পাবে বলে তারা মনে করে। গত এক বছরে বিভিন্ন আলোচনা থেকে তাদের জিরো-সাম চিন্তা ফুটে উঠেছে।

বাস্তবতা হচ্ছে, বর্তমান বিশ্ব উন্মুক্ত বিশ্ব। এই বিশ্বে অর্থনৈতিক বিশ্বায়নের প্রবণতা অপ্রতিরোধ্য। তবে যুক্তরাষ্ট্রের কিছু লোক এখনও জিরো-সাম চিন্তায় বিভোর হয়ে থাকতে চায়, যা অর্থনৈতিক নীতিবিধির বিরুদ্ধে এবং ঐতিহাসিক উন্নয়ন-প্রবণতার বিপরীত। এতে অন্যদের পাশাপাশি তাদেরও ক্ষতি হবে। (রুবি/আলিম/আকাশ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040