রোববারের আলাপন-190804
  2019-08-04 16:58:19  cri

আকাশ: সুপ্রিয় শ্রোতা, সবাইকে স্বাগত জানাচ্ছি চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠানে। আপনাদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের সাপ্তাহিক আয়োজন 'রোববারের আলাপন'। আপনাদের সঙ্গে আছি এনামুল হক টুটুল এবং শিয়েনান আকাশ।

ভাই, দেখতে দেখতে জুলাই মাস শেষ হয়ে গেল!

টুটুল: হ্যাঁ। সময় কত দ্রুত চলে যায়!........

আকাশ: ভাই, এখন, এই গ্রীষ্মকালে আমার পছন্দের একটি গানের বাক্য খুব মনে পড়ে। গানটি যৌবনকালের সঙ্গে সম্পর্কিত। তা হলো:

যৌবন হলো পানি বয়ে যাওয়ার মতো, চোখের পলকে এটি অদৃশ্য হয়ে যায়।

টুটুল: হ্যাঁ। এটি আমারও মনের কথা।…বন্ধুরা, সময় সম্পর্কে আমার কিছু অনুভূতি আপনাদের সাথে শেয়ার করতে চাই।…

আকাশ: এজন্য বন্ধুরা, আমরা অতীতে ফিরে যেতে পারবো না, ভবিষ্যতও জানতে পারবো না, কিন্তু একটি জানিস আমরা করতে পারবো, সেটা হলো এখন মানে এই মুহূর্তকে গুরুত্বপূর্ণ করে তুলতে পারবো। কোনোভাবেই বর্তমানকে নষ্ট করা যাবে না। যদি আপনারা কেউ এখন আনন্দে না থাকেন বা দু:খে থাকেন, তাহলে প্লিজ একবার মাথা তুলে দাঁড়ান। আমাদের এ ছোট জীবনে অপচয় করার মতো, দু:খ করার মতো সময় এক সেকেন্ডও নেই। প্রতিটি মুহূর্তকে গুরুত্বপূর্ণ করে তুলতে হবে। আমাদেরকে সাহসের সাথে, আগ্রহের সাথে আমাদের স্বপ্নের দিকে রানিং করতেই হবে। যত কষ্টই হোক না কেন আমরা আমাদের জীবনের জন্য, পরিবারের সবার সুখের জন্য, স্বপ্নের জন্য সামনের দিকে রানিং করবোই।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040