ব্যাংককে চীন ও কানাডার পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
  2019-08-03 15:41:52  cri

অগাস্ট ৩: চীনের রাষ্ট্রীয় কাউন্সিলার ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই গতকাল (শুক্রবার) থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে কানাডার পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ডের সঙ্গে এক বৈঠকে মিলিত হন।

ওয়াং ই বলেন, আপনিসহ কানাডা সরকার চীনের সঙ্গে সম্পর্কের ওপর গুরুত্ব দেয় এমন কথা বলেন। এ মন্তব্যের ওপর চীন গুরুত্ব দেয় তবে গত ডিসেম্বর মাসে কানাডা ইচ্ছামতো চীনা নাগরিককে আটক করে, তা চীনা জনগণের মধ্যে ক্ষোভ সঞ্চার করে এবং দ্বিপক্ষীয় সম্পর্ক কষ্টকর অবস্থায় পড়ে যায়। চীনা নাগরিক ও কোম্পানির বৈধ ও যুক্তিযুক্ত অধিকার রক্ষা করে চীন সরকার এবং আশা করা যায় যত দ্রুত সম্ভব এ ব্যাপার সমাধান করা হবে।

ক্রিস্টিয়া বলেন, কানাডা ও চীনের মধ্যে কোনো ঐতিহাসিক বিরক্তিভাব ছিল না। বর্তমানে দু'দেশের সম্পর্ক দেখতে সুখকর নয়। আগামি বছর দু'দেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকী এবং চীনের সঙ্গে সুষ্ঠু ও স্থিতিশীল দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন করতে চায় তাঁর দেশ। (শিশির/টুটুল/আকাশ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040