যুক্তরাষ্ট্রে চীনা রাষ্ট্রদূতের স্বাক্ষরযুক্ত প্রবন্ধ প্রকাশ
  2019-08-03 15:40:50  cri

অগাস্ট ৩: স্থানীয় সময় গতকাল (শুক্রবার) মার্কিন 'নিউজউইক'-এ 'এক দেশ দু'টি রাজনৈতিক ব্যবস্থায় অবিচল থাকে এবং হংকংয়ের সমৃদ্ধি ও স্থিতিশীলতা রক্ষা করে 'নামে স্বাক্ষরযুক্ত প্রবন্ধ প্রকাশ করেন যুক্তরাষ্ট্রে চীনা রাষ্ট্রদূত চুই থিয়ান খাই।

প্রবন্ধে 'এক দেশ, দু'টি রাজনৈতিক ব্যবস্থা' সম্পর্কে সন্দেহের জবাবে রাষ্ট্রদূত বলেন, হংকং চীনের অভ্যন্তরীণ ব্যাপার এবং এতে কোনো বাইরের শক্তির হস্তক্ষেপ সহ্য করবে না চীন। গেল ২২ বছরে, হংকং মূলভূভাগের উন্নয়নে সমর্থন দিয়ে আসে এবং মূলভূভাগের উন্নয়নও হংকংয়ের উন্নয়ন এগিয়ে নিয়ে যায়। ২০১৮ সালে হংকংয়ে জিডিপি'র পরিমাণ দাঁড়ায় ৩৬ হাজার কোটি ডলার, যা ১৯৯৬ সালের তুলনায় দ্বিগুণ।

কেন্দ্রীয় সরকার সবসময় হংকংয়ের স্থিতিশীলতা, অর্থনৈতিক উন্নয়ন ও জীবিকার উন্নয়নের ওপর গুরুত্ব দেয় এবং হংকং সরকার ও হংকংয়ের নানা মহলের মানুষকে নানান কষ্ট ও চ্যালেঞ্জ মোকাবিলা করতে সমর্থন দেয়।

তিনি বলেন, দু'টি রাজনৈতিক ব্যবস্থার ভিত্তি হল 'এক দেশ', তা চীনা সংবিধান নির্ধারণ করে এবং সুরক্ষা করে। হংকংয়ে চীনের মূলভূভাগের চেয়ে ভিন্ন রাজনৈতিক ব্যবস্থা চালু হলেও তা চীনের রাজনৈতিক ব্যবস্থার অন্যতম। তা যুক্তরাষ্ট্র বা ইউরোপের ব্যবস্থা নয়। মূলভূভাগ থেকে হংকং কখনও বিচ্ছিন্ন হতে পারে না এবং দু'টি রাজনৈতিক ব্যবস্থায় কোনো বৈরিতা থাকবে না । (শিশির/টুটুল/ আকাশ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040