মধ্যমপাল্লার ক্ষেপণাস্ত্র চুক্তির অকার্যকরিতায় বিশ্বের নিরাপত্তা ঝুঁকিতে পড়ার আশঙ্কা:সিআরআই সম্পাদকীয়
  2019-08-02 16:07:12  cri
অগাস্ট ২: আজ (শুক্রবার) মধ্যমপাল্লার ক্ষেপণাস্ত্র চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে যাওয়ার ৬ মাস পর আনুষ্ঠানিকভাবে চুক্তিটি অকার্যকর হয়েছে। চুক্তি থেকে বেরিয়ে যাওয়া যুক্তরাষ্ট্রের একতরফাবাদ ও আধিপত্যবাদের প্রতিফলন, তা বিভিন্ন বড় দেশের পারস্পরিক আস্থা কমিয়ে দেবে এবং আঞ্চলিক সামরিক সরঞ্জামের প্রতিযোগিতা গুরুতর করবে। এতে বিশ্বের নিরাপত্তা কাঠামোতে নতুন ঝুঁকি সৃষ্টির আশঙ্কা দেখা দেবে।
১৯৮৭ সালে স্বাক্ষরিত এ চুক্তিতে ভূমি থেকে নিক্ষেপযোগ্য ৫০০ থেকে সাড়ে ৫ হাজার কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র নিষিদ্ধ করা হয়।
এ চুক্তিকে স্নায়ুযুদ্ধ চলাকালীন সবচেয়ে সাফল্যমণ্ডিত সামরিক নিয়ন্ত্রণ চুক্তি হিসেবে আখ্যায়িত করা হয়,যা রাশিয়া ও যুক্তরাষ্ট্রের কৌশলগত ভারসাম্যতা সমন্বয়, প্রতিরোধের ঝুঁকি কমানো ও পরমাণু অস্ত্র বিস্তার রোধে ইতিবাচক ভূমিকা পালন করেছে।
ট্রাম্প সরকার শপথগ্রহণের পর মার্কিন বৈদেশিক নিরাপত্তা নীতি স্পষ্টভাবে পরিবর্তন হয়। তখন মধ্যমপাল্লার ক্ষেপণাস্ত্র চুক্তির অসঙ্গতি গুরুতর হয়। গত পয়লা ফেব্রুয়ারি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও যুক্তরাষ্ট্রের চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার কথা ঘোষণা দেন। মার্চ মাসে মার্কিন সরকারের জবাবে এ চুক্তি মেনে না চলার ঘোষণা দেয় মস্কো।
নি:সন্দেহে চুক্তি থেকে ওয়াশিংটনের প্রত্যাহার বিশ্বের নিরাপত্তা পরিস্থিতিকে ব্যাপক ক্ষতিগ্রস্ত করেছে, রাশিয়ার সাথে সম্পর্ক অবনতি হয়েছে। মধ্যমপাল্লার ক্ষেপণাস্ত্র চুক্তির অকার্যকরিতার সাথে ২০২১ সালের আগে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে 'কৌশলগত অস্ত্র হ্রাস চুক্তি' নবায়ন হবে কিনা তা এখন ঠিক বলা যায় না।
ইউরোপ দু'দেশের নিরাপত্তা প্রতিযোগিতার প্রধান ঘাঁটি হিসেবে এতদাঞ্চলের নিরাপত্তা বড় ঝুঁকির সম্মুখীন হবে। তাছাড়া এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পরিস্থিতি আরো জটিল হয়ে উঠবে।
অন্যদিকে চীনকে বাধ্যতামূলকভাবে মার্কিন-রুশ সংলাপ ও চুক্তির ব্যাপারে অংশগ্রহণে অপচেষ্টা চালাচ্ছে ওয়াশিংটন, চীন তার দৃঢ় বিরোধিতা করে। যুক্তরাষ্ট্র বিশ্বের বৃহত্তম পরমাণু অস্ত্র বহনকারী দেশ, দেশটিকে চলমান চুক্তি মেনে চলার ভিত্তিতে ব্যাপকভাবে পরমাণু অস্ত্র হ্রাস করতে হবে।
চীন বরাবরই প্রতিরোধমূলক প্রতিরক্ষা নীতি মেনে চলে। চীন কখনো সামরিক সরঞ্জামের প্রতিযোগিতায় অংশ নেবে না। তবে বৈদেশিক নিরাপত্তা পরিস্থিতি অবনতি হলে অবশ্যই কার্যকর ব্যবস্থা নিয়ে রাষ্ট্রীয় নিরাপত্তা রক্ষা করবে বেইজিং। (সুবর্ণা/টুটুল/রুবি)
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040