মার্কিন কংগ্রেসে ফেডারেল সরকারের আগামী দু'বছরের বাজেটপ্রস্তাব পেশ
  2019-08-02 15:01:23  cri
অগাস্ট ২: মার্কিন কংগ্রেসে গতকাল (বৃহস্পতিবার) ফেডারেল সরকারের আগামী দু'বছরের ২ লাখ ৭৫হাজার কোটি ডলার মূল্যের বাজেট-প্রস্তাব পেশ করা হয়েছে। এতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সই করলে তাত্ক্ষণিকভাবে কার্যকর হবে।

হোয়াইট হাউসের প্রশাসন ও বাজেট ব্যুরোর সাম্প্রতিক এক জরিপে বলা হয়েছে, ২০১৯ অর্থবছরে (২০১৮ সালের ১ অক্টোবর-২০১৯ সালের ৩০ সেপ্টেম্বর), মার্কিন ফেডারেল সরকারের বাজেটের ঘাটতি ১ লাখ কোটি মার্কিন ডলার ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে, যা ২০১২ সালের পর সর্বোচ্চ রেকর্ড সৃষ্টি হবে।

ডোনাল্ড ট্রাম্প ও কংগ্রেসের রিপাবলিকান পার্টি ও ডেমোক্র্যাটিক পার্টির নেতারা সিনেট ও প্রতিনিধিকক্ষের ভোটের আগে এ বাজেট নিয়ে চুক্তি স্বাক্ষর করেছেন বলে এ বাজেটপ্রস্তাবে ট্রাম্পের সই করা নিয়ে সন্দেহ থাকবে না।

তাছাড়া এ বাজেটপ্রস্তাবে অর্থমন্ত্রণালয়ের ঋণদানের মেয়াদ ২০২১ সালের ৩১ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে। যার কারণে ফেডারেল সরকারের ঋণচুক্তি লঙ্ঘনের বিষয়ে দুশ্চিন্তা দূর হয়ে যায়। (রুবি/টুটুল/সুবর্ণা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040