ইরানি পররাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার বিরুদ্ধে ফ্রান্স, ব্রিটেন ও জার্মানির অবস্থানগ্রহণ
  2019-08-02 13:32:39  cri
অগাস্ট ২: ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়ের গতকাল (বৃহস্পতিবার) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ফ্রান্স, ব্রিটেন ও জার্মানি ইরানি পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা আরোপের ঘোষণায় উদ্বিগ্ন। দেশগুলো এ সিদ্ধান্ত সমর্থন করে না।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান পরিস্থিতিতে সমস্ত কূটনৈতিক চ্যানেল অবশ্যই উন্মুক্ত থাকতে হবে। ফ্রান্স, ব্রিটেন ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রীরা, উত্তেজনা হ্রাস করতে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী জারিফের সাথে নিয়মিত যোগাযোগ বজায় রাখে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ইরান-পরমাণুচুক্তির আওতায় অনুমোদিত বেসামরিক পারমাণবিক সহযোগিতা প্রকল্পগুলোর ওপর মার্কিন নিষেধাজ্ঞাও তুলে নেওয়া উচিত। (জিনিয়া/আলিম/লিলি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040