ব্যাংককে চীন-আসিয়ান পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে ৫টি মতৈক্যে
  2019-08-01 17:05:16  cri
অগাস্ট ১: গতকাল (বুধবার) থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত চীন-আসিয়ান পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে ৫টি মতৈক্য তৈরি হয়েছে।

এ সম্পর্কে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, 'এক অঞ্চল, এক পথ' যৌথ নির্মাণে একমত হয়েছে সবাই। তা আসিয়ানের পারস্পরিক যোগাযোগ ও পরিবহন পরিকল্পনা ২০২৫-এর সাথে যুক্ত করা হবে এবং নভেম্বর মাসে প্রকাশিত হবে। যৌথভাবে সহযোগিতার নতুন দৃষ্টান্ত স্থাপন করা হবে। ২০২০ সাল চীন-আসিয়ান ডিজিটাল অর্থনৈতিক সহযোগিতাবর্ষ হবে। ইলেকট্রনিক ব্যবসা, বিজ্ঞান প্রযুক্তির নব্যতাপ্রবর্তন এবং ৫জিসহ বিভিন্ন খাতের সহযোগিতা চালু করা হবে।

যৌথভাবে বহুপক্ষবাদ সংরক্ষণ করা হবে। বহুপক্ষবাদ চীন ও আসিয়ানের বিভিন্ন দেশের স্বার্থের সাথে সঙ্গতিপূর্ণ। এ বছরের মধ্যে আরসিইপি আলোচনা সম্পন্ন করা বলে সিদ্ধান্ত নিয়েছে দু'পক্ষ।

যৌথভাবে আঞ্চলিক বিধিমালা গঠন করা এবং শান্তি ও স্থিতিশীলতা রক্ষা করা হবে। এতদাঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা বাস্তবায়ন করা দু'পক্ষের অভিন্ন প্রত্যাশা ও দায়িত্ব। আসিয়ানের সাথে অভিন্ন লক্ষ্যের কমিউনিটি গঠনে প্রচেষ্টা চালানো হবে বলে উল্লেখ করেন ওয়াং ই। (সুবর্ণা/টুটুল/রুবি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040