'দক্ষিণ চীন সাগর আচরণবিধি' নিয়ে থাইল্যান্ডে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিলেন চীনা পররাষ্ট্রমন্ত্রী
  2019-08-01 17:01:14  cri
অগাস্ট ১:গতকাল (বুধবার) থাইল্যান্ডের ব্যাংককে চীন-আসিয়ান পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকের পর সাংবাদিকদের সাথে সাক্ষাত্ করেন চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। এ সময় তিনি 'দক্ষিণ চীন সাগর আচরণবিধি' (সিওসি) নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন।

সিওসি নিয়ে চীন ও আসিয়ান দেশগুলো একমতে পৌঁছবে কিনা? এ প্রশ্নের জবাবে ওয়াং ই বলেন, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। প্রথম দফার খসড়া পর্যালোচনা ইতোমধ্যে সম্পন্ন হয়েছে, তা থেকে বোঝা যায় চীন ও আসিয়ান দেশগুলো এ খসড়া স্বাক্ষরে আশাবাদী।

সিওসি সম্পর্কে চীনের অবস্থান নিয়ে তিনি বলেন, চীন বরাবরই সংশ্লিষ্ট পরামর্শের প্রতি ইতিবাচক মনোভাব পোষণ করে। আগামী ৩ বছরের মধ্যে সংশ্লিষ্ট পরামর্শ সম্পন্ন হবে বলে প্রত্যাশা করেন তিনি।

সিওসি'র কার্যকরিতা সম্পর্কে তিনি বলেন, সিওসি'কে 'দক্ষিণ চীন সাগর-সম্পর্কিত বিভিন্ন পক্ষের কার্যক্রম ঘোষণা' (ডিওসি)-র উন্নত চুক্তি হিসেবে আখ্যায়িত করা হয়। ডিওসি দক্ষিণ চীন সাগরের শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় ভূমিকা পালন করেছে। সিওসি'র আরো কার্যকর ও ফলপ্রসূ আঞ্চলিক বিধি হবে বলে বিশ্বাস করেন তিনি।

সিওসি বহির্মুখী দেশের স্বার্থ লঙ্ঘন করবে কিনা? এ সম্পর্কে ওয়াং ই বলেন, সিওসি'র পরামর্শ দক্ষিণ চীন সাগরের পরিস্থিতিকে আরো শান্ত করবে। এতে সংশ্লিষ্ট দেশের মতভেদও কার্যকরভাবে নিয়ন্ত্রিত হবে এবং বিভিন্ন পক্ষের সাথে সহযোগিতাও গভীরতর হবে। (সুবর্ণা/টুটুল/রুবি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040