সমতা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে চীন-মার্কিন সংলাপ অব্যাহত রাখতে হবে: সিআরআই সম্পাদকীয়
  2019-08-01 15:15:19  cri
অগাস্ট ১: চীন-মার্কিন উচ্চ পর্যায়ের দ্বাদশ বাণিজ্যিক আলোচনা গতকাল (বুধবার) সাংহাইয়ে শেষ হয়। দুদিনের আলোচনায়, দু'দেশের নেতৃবৃন্দের ওসাকা মতৈক্য অনুসারে, অর্থনৈতিক ও বাণিজ্যিক ‌ইস্যু নিয়ে আন্তরিকভাবে মতবিনিময় করেছে দু'পক্ষ। আলোচনায় সিদ্ধান্ত হয়েছে যে, চীন দেশীয় চাহিদা অনুযায়ী মার্কিন কৃষিপণ্য ক্রয়ের পরিমাণ বাড়াবে এবং এর জন্য যুক্তরাষ্ট্র অনুকূল পরিবেশ তৈরি করবে। উভয় পক্ষই সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে পরবর্তী দফা উচ্চ-স্তরের অর্থনৈতিক ও বাণিজ্যিক আলোচনায় বসতে সম্মত হয়েছে।

এই অর্জনটি কঠিন ছিল। ২০১৮ সালের ফেব্রুয়ারির পর থেকে, এ নিয়ে চীন ও যুক্তরাষ্ট্রের মাধ্যে ১২ রাউন্ড সংলাপ হলো। এ প্রক্রিয়ায় বড় অগ্রগতি অর্জিত হয়েছে। তবে অনেক বাধাবিপত্তিও ছিল ও আছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল সম্প্রতি সর্বশেষ প্রকাশিত 'বিশ্ব অর্থনৈতিক আউটলুক'-এর প্রতিবেদনে আগামী দুই বছরে বিশ্বের অর্থনৈতিক প্রবৃদ্ধি যথাক্রমে ৩.২ শতাংশ ও ৩.৫ শতাংশ হবে বলে পূর্বাভাস দিয়েছে, যা গত এপ্রিলের পূর্বাভাসের তুলনায় ০.১ শতাংশ কম। এই প্রেক্ষাপটে চীন-মার্কিন বাণিজ্য-যুদ্ধের অবসান গুরুত্বপূর্ণ বিধায়, দু'দেশের সংলাপও গুরুত্বপূর্ণ।

ইতিহাস ও বাস্তবতা বারবার প্রমাণ করেছে যে, বাণিজ্যযুদ্ধে কোনও বিজয়ী নেই এবং চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে সহযোগিতা হলো একমাত্র সঠিক বাছাই। জুন মাসের শেষে চীন ও যুক্তরাষ্ট্রের নেতারা ওসাকা শীর্ষ সম্মেলনে সমতা ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে অর্থনৈতিক ও বাণিজ্যিক আলোচনা পুনরায় চালু করতে এবং সমস্যার সমাধানের প্রক্রিয়াকে আবারও সঠিক পথে ফিরিয়ে আনতে সম্মত হন। এই প্রেক্ষাপটেই সাংহাইয়ে দু'পক্ষের মধ্যে সংলাপ অনুষ্ঠিত হলো। এই সংলাপের সাফল্য নিয়েও আন্তর্জাতিক সম্প্রদায় আশাবাদী ছিল। তাদের আশা ছিল, সংলাপের মাধ্যমে চীন-মার্কিন মতভেদ দূর করা সম্ভব হবে। মতভেদ পুরোপুরি দূর হতে এখনও অনেক পথ অতিক্রম করতে হবে। তবে, সাংহাই সংলাপে সে পথে যাত্রা শুরু হয়েছে বলা চলে।

উভয় পক্ষই সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে পরবর্তী দফা উচ্চ-স্তরের অর্থনৈতিক ও বাণিজ্যিক আলোচনায় বসতে সম্মত হয়েছে। তা ছাড়া, এর আগে দু'দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক দল অগাস্ট মাসে ঘনিষ্ঠভাবে তথ্যবিনিময় করবে। এবারের আলোচনা ঐতিহাসিক ও সাংস্কৃতিক শহর সাংহাইয়ে অনুষ্ঠিত হলো। এটা লক্ষ্যণীয়। চীন ও যুক্তরাষ্ট্র ৪৭ বছর আগে এখানে "সাংহাই ইশতাহার" স্বাক্ষর করেছিল, চীন-মার্কিন সম্পর্ককে স্বাভাবিক করার দরজা খুলেছিল। সাংহাই এখন চীন-মার্কিন অর্থনৈতিক ও বাণিজ্যিক আলোচনায় ফিরে আসার সাক্ষী হলো।

সাংহাই থেকে শুরু করে, সংলাপের গতি বজায় রাখার মূল বিষয় হলো ওসাকা মতৈক্য বাস্তবায়ন, সাম্যতা ও পারস্পরিক শ্রদ্ধার নীতি মেনে চলা এবং একে অপরের বৈধ উদ্বেগকে গুরুত্ব দেওয়া।

ভবিষ্যতের পরিস্থিতি যা-ই হোক না কেন, এ কথা নিশ্চিতভাবেই বলা চলে যে, চীন সংস্কার অব্যাহত রাখবে, উন্মুক্তকরণ বাড়াবে, বৈশ্বিক শান্তি রক্ষায় সচেষ্ট থাকবে, এবং আন্তর্জাতিক শৃঙ্খলার অন্যতম রক্ষাকারী হিসেবে কাজ করে যাবে। (জিনিয়া/আলিম/লিলি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040