সহযোগিতার প্রশ্নে চীনের দৃষ্টিভঙ্গি উন্মুক্ত ও গঠনমূলক: ওয়াং ই
  2019-08-01 10:47:19  cri
অগাস্ট ১: চীনের রাষ্ট্রীয় কাউন্সিলার ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, আন্তর্জাতিক সহযোগিতার প্রশ্নে তাঁর দেশের দৃষ্টিভঙ্গি বরাবরই উন্মুক্ত ও গঠনমূলক। গতকাল (বুধবার) থাইল্যান্ডের ব্যাংককে চীন-আসিয়ান পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলনশেষে এক সাংবাদিক সম্মেলনে তিনি এ কথা বলেন।

গত জুনে আসিয়ান শীর্ষ সম্মেলনে 'আসিয়ান—ইন্দো-প্যাসিফিক' ধারণা গৃহীত হওয়া প্রসঙ্গে তিনি আরও বলেন, অনেক বছর ধরেই এতদঞ্চলের দেশগুলির যৌথ প্রচেষ্টায় আঞ্চলিক সহযোগিতা প্রসার লাভ করছে। আঞ্চলিক সহযোগিতায় চীনের অবদান ও অংশগ্রহণও বরাবরই গুরুত্বপূর্ণ ছিল এবং আছে। চীন মনে করে, এতদঞ্চলে সহযোগিতার যে-কোনো উদ্যোগ বা প্রস্তাবে কিছু নীতি অনুসরণ করা উচিত। পূর্ব এশিয়া ও এশিয়ার দিকে দৃষ্টি নিবদ্ধ রাখতে হবে। একে হতে হবে নিরেট আঞ্চলিক। নতুন উদ্যোগ যেন বিদ্যমান কোনো সহযোগিতার ওপর নেতিবাচক প্রভাব না-ফেলে, সেদিকে খেয়াল রাখতে হবে। নতুন উদ্যোগের লক্ষ্য হতে হবে মতৈক্য সৃষ্টি, ভূ-রাজনৈতিক দ্বন্দ্ব সৃষ্টি করা নয়। পাশাপাশি, উন্মুক্তকরণ ও সহনশীলতার নীতি মেনে চলতে হবে। (জিনিয়া/আলিম/লিলি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040